Tuesday, April 30, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গRam Navami | রামনবমীতে ঘটনার ঘনঘটা মালদায়, কোথাও অস্ত্র মিছিল তো কোথাও...

Ram Navami | রামনবমীতে ঘটনার ঘনঘটা মালদায়, কোথাও অস্ত্র মিছিল তো কোথাও পুলিশের বাধার অভিযোগ

মালদা ও পুরাতন মালদা: প্রখর রোদ যেন রামনবমীর আবেগকে কমাতে পারেনি। ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে গানের তালে নাচতে নাচতে মিছিলে পা মেলালেন দক্ষিণ মালদা লোকসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। আর ইংরেজবাজারে পুলিশের সামনে অস্ত্র নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল যুবকদলকে। যা নিয়ে রামনবমীর মিছিলে রাজনীতির রং লাগানোর অভিযোগ তুলেছে শাসকদল। পালটা বিজেপির তরফে দাবি করা হয়েছে, রাজনীতি করে হিন্দু সমাজকে আক্রমণ করছে শাসকদল। অন্যদিকে, মিছিলের অনুমতি না থাকায় পুরাতন মালদায় মিছিল আটকায় পুলিশ। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার সকাল ১১টা নাগাদ রামনবমী উদযাপন সমিতির তরফে মালদা শহরে পল্লিশ্রী ময়দান সংলগ্ন এলাকা থেকে রামনবমীর মিছিল বের হয়। সময় বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মিছিলে ভিড় বাড়তে শুরু করে। রামের মূর্তি ও হনুমানের মতো সেজে মিছিলে অংশ নিতে দেখা যায় ভক্তদের। মিছিল সারা শহর পরিক্রমা করে হিন্দি স্কুল ময়দানে শেষ হয়। শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলে ছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, ‘আজ মালদা শহরে রামনবমীর মিছিল বের হয়। মিছিলে বিজেপি প্রার্থীও ছিলেন। দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে সেই মিছিল করা হয়েছে। আসলে এরা এখানে উত্তরপ্রদেশের সংস্কৃতি আনতে চাইছে। এটা ঠিক নয়। ভগবান সকলের। বিজেপির যারা মিছিলে ছিল তারা ভোটের রাজনীতিতে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে।’

বিজেপি নেতা অম্লান ভাদুড়ি বলেন, ‘দীর্ঘদিন ধরে মালদায় সাধারণ মানুষ রামনবমীর মিছিল করেন। রামমন্দির প্রতিষ্ঠার পর মানুষের আবেগ আরও বেড়েছে। সেই আবেগে আজ মানুষের ঢল রামনবমীর মিছিলে নেমেছে। তবে কেউ অস্ত্র নিয়ে মিছিলে আসেনি। গণতান্ত্রিকভাবে এই ধর্মীয় শোভাযাত্রা চলছে। এটা নিয়ে তৃণমূল ভোটের রাজনীতি করছে। এসব বলে শাসকদল আমাদের হিন্দু সমাজকে নির্লজ্জভাবে আক্রমণ করছে বলে আমরা মনে করছি।’

এদিন দুপুরে পুরাতন মালদার নবাবগঞ্জ থেকে একটি মিছিল বের হয়। উদ্যোক্তাদের দাবি, মঙ্গলবাড়ি পর্যন্ত ওই মিছিল যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ পালপাড়ার রাস্তায় মিছিল আটকে দিলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরে বিজেপি নেতারা পুলিশের বাধা না মেনে মিছিলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ফলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। যদিও মিছিলটি শহরের মঙ্গলবাড়ি পর্যন্ত পরিক্রমা করে শেষ হয়। পুলিশের বক্তব্য, বাচামারি পালপাড়া পর্যন্ত মিছিলের অনুমতি ছিল। ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি।

মিছিলে ছিলেন উত্তর মালদা লোকসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা, উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির উজ্জ্বল দত্ত প্রমুখ। খগেন মুর্মু বলেন, ‘বৈধ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ মিছিল আটকে দিয়েছে। পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে এটা প্রমাণিত।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooling Breath | গরমেও শরীর থাকবে ঠান্ডা, নিয়মিত অভ্যাস করুন বিশেষ এই প্রাণায়াম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে শরীর-মন ঠান্ডা রাখতে পারে শীতলী প্রাণায়াম। যোগ প্রশিক্ষকরা জানাচ্ছেন, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শীতল...

Illegal Lab | দিনহাটা শহরের অলিগলিতে অবৈধ ল্যাব, পরীক্ষার নামে জমাট ব্যবসা

0
প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটা (Dinhata) শহরের অলিগলিতে গত কয়েক বছরে গজিয়ে উঠেছে একাধিক বেসরকারি ল্যাব। এইসব ল্যাবের (Illegal Lab) কোনটি বৈধ আর কোনটি অবৈধ...

Cooch Behar | প্রখর রোদে ভুট্টা গাছের ক্ষতি, উৎপাদন মার খাওয়ার শঙ্কা মেখলিগঞ্জে

0
মেখলিগঞ্জ: ভুট্টা চাষে (Corn cultivation) ক্ষতির আশঙ্কা করছেন কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের কৃষকরা। মহকুমা শহর মেখলিগঞ্জের ১, ২, ৩, ৫, ৬, ৮...

Mathabhanga | নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ, কড়া পদক্ষেপ মাথাভাঙ্গা পুরসভার

0
মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে পুরসভার নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল পুরসভা। সোমবার নিকাশিনালার উপর যে কোনও বেআইনি নির্মাণ (Illegal...

Afghanistan | নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা বন্দুকবাজের, এলোপাতাড়ি গুলিতে মৃত ৬

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা চালাল একদল বন্দুকবাজ। চলল এলোপাতাড়ি গুলি। ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক...

Most Popular