Tuesday, April 30, 2024
HomeTop Newsকেষ্ট মণ্ডল তিহাড়ে, বীরভূমের মাটিতে পঞ্চায়েতে বিরোধীশূন্য করার ডাক অভিষেকের

কেষ্ট মণ্ডল তিহাড়ে, বীরভূমের মাটিতে পঞ্চায়েতে বিরোধীশূন্য করার ডাক অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতিবার ভোট আসলেই হুংকার দিতেন অনুব্রত মণ্ডল। এই হুংকার থেকে বাদ যেতেন না পুলিশ থেকে বিরোধী রাজনৈতিক নেতারাও। চড়াম চড়াম, গুড় বাতাসা খাওয়ানোর টিপস দিতেন কেষ্ট মণ্ডল। এমনকি পুলিশকে বোমা মারারও হুমকি দিয়েছিলেন তিনি। বীরভূমে বিরোধীরা বিগতদিনে কার্যত মাথা তুলতে পারতেন না। একটা আসনও যাতে বিরোধীরা দখল করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য নয়া টোটকা প্রয়োগ করতেন কেষ্ট মণ্ডল। বিরোধীরা দাবি করতেন, বীরভূমের মাটিতে ভয় দেখিয়ে ভোট লুট করাই ছিল অনুব্রত মণ্ডলের মুল কাজ।

রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর কথায় বীরভূমের বীর কেষ্ট মণ্ডল। ফিরহাদ হাকিম মনে করেন বীরভূমের বাঘ কেষ্ট। আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই মুহূর্তে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দি। পঞ্চায়েত ভোটের আগে তিনি জেল থেকে মুক্ত হতে পারবেন বলেও মনে করছে না দল। এই পরিস্থিতিতে বীরভূমের মাটিতে সিংহভাগ আসনে জয় ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলের। তবে এবার বীরভূমের সব পঞ্চায়েত আসনে জেতার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে উপস্থিত অভিষেক এদিন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলেন, ‘১০টি গোল আমরা দিয়েছি। একটিতে হেরেছি। কিন্তু আগামী নির্বাচনে ১১-০ হবে। আর পঞ্চায়েতকে সামনে রেখে মানুষের আশীর্বাদ আর ভালোবাসাকে পাথেয় করে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের জিততেই হবে’।

তবে বিরোধীরা এনিয়ে তীব্র কটাক্ষ করা শুরু করেছেন। তাদের দাবি, এবার আসল কথাটা বেরিয়ে পড়েছে। সন্ত্রাস চালিয়ে তৃণমূল সব আসন দখল করতে চাইছে। আগে হুঙ্কার দিয়ে বলতেন অনুব্রত মণ্ডল। সেই কথাটাই কার্যত পরিশীলিতভাবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার অনুব্রতহীন বীরভূমে সমস্ত আসনে জয় নিশ্চিত করা এবার তৃণমূলের কাছে কার্যত অগ্নিপরীক্ষা। অন্যদিকে এতদিন অনুব্রত মণ্ডলের জন্য আসন জেতা যাচ্ছে না বলে অজুহাত খাড়া করতেন বিরোধীরা। সেক্ষেত্রে এবার বিরোধীরা কতগুলি আসন বীরভূমে দখল করতে পারে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে গণতন্ত্রে বিরোধী শূন্য পঞ্চায়েত ব্যবস্থা কতটা স্বাস্থ্যকর সেই প্রশ্নটা থেকেই গিয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Liquor Seized at Bagdogra

Liquor Seized | ট্রাকের গোপন চেম্বারে বিহারে মদ পাচার, রুখে দিল পুলিশ

0
বাগডোগরা: পণ্য সরবরাহের আড়ালে মদ পাচারের চেষ্টা। ট্রাকের গোপন চেম্বার থেকে বাজেয়াপ্ত করা হল প্রচুর পরিমাণ মদ (Liquor Seized)। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে বাগডোগরা...

Migrant worker death | কাজের জন্য ভিনরাজ্যে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের

0
সামসী: কাজের জন্য ভিনরাজ্যে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু (Migrant worker death) হল মালদার (Malda) এক পরিযায়ী শ্রমিকের। নিহত শ্রমিকের নাম ওয়াসিম আকতার (২২)। বাড়ি মালদার...

Congress | ফের ধাক্কা হাত শিবিরে! মধ্যপ্রদেশের ছ’বারের বিধায়কের বিজেপিতে যোগ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ফের ধাক্কা খেল হাত শিবির। এবার প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের (Congress) ছ'বারের বিধায়ক রামনিবাস রাওয়াত (Ramniwas Rawat)...

Cooling Breath | গরমেও শরীর থাকবে ঠান্ডা, নিয়মিত অভ্যাস করুন বিশেষ এই প্রাণায়াম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে শরীর-মন ঠান্ডা রাখতে পারে শীতলী প্রাণায়াম। যোগ প্রশিক্ষকরা জানাচ্ছেন, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শীতল...

Illegal Lab | দিনহাটা শহরের অলিগলিতে অবৈধ ল্যাব, পরীক্ষার নামে জমাট ব্যবসা

0
প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটা (Dinhata) শহরের অলিগলিতে গত কয়েক বছরে গজিয়ে উঠেছে একাধিক বেসরকারি ল্যাব। এইসব ল্যাবের (Illegal Lab) কোনটি বৈধ আর কোনটি অবৈধ...

Most Popular