Tuesday, May 21, 2024
HomeBreaking Newsবধূ নির্যাতন মামলায় কঠোর সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

বধূ নির্যাতন মামলায় কঠোর সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বধূ নির্যাতনের অভিযোগে ৪৯৮(এ)ধারার মামলায় কঠোর সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। দেশের শীর্ষ আদালতের একটি নির্দেশকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সমস্ত ফৌজদারি আদালতকে সতর্ক করে জারি করলেন এক নির্দেশিকা।

৪৯৮(এ)ধারায় কোন অভিযোগ পুলিশের কাছে এলে অভিযুক্তকে গ্রেপ্তারির প্রয়োজনীয়তা কতটা তা নিয়ে আগে সন্তুষ্ট হতে হবে পুলিশকে, এমনটাই বলছে হাইকোর্ট।অর্থাৎ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ৪৯৮(এ) ধারায় বধূ নির্যাতনের অভিযোগে সুস্পষ্ট কারণ না প্রমান হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না। আদালতের অনুমোদন থাকতে হবে গ্রেপ্তারিতে বলে সাফ জানিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যেই এই ধরনের কেস নিয়ে রাজ্যের পুলিশকর্মীদের সতর্ক করে দিতে বলেছে হাইকোর্ট।বলা হয়েছে, গ্রেপ্তারির  কারণ দেখিয়ে পুলিশকর্মীকে ধৃতের সঙ্গে চেক লিস্ট পাঠাতে হবে সিজেএম-র কাছে।তারপর বিচারক সেটি খতিয়ে বিবেচনা করবেন ধৃত হেফাজতে থাকবে কিনা?অন্যদিকে অভিযুক্তকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলেও তার কারণ ব্যাখ্যা করে দু-সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট পাঠাতে হবে সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশের কাছে।আর ওই সময়ের মধ্যেই অভিযুক্তকে ডেকে নিয়ে করতে হবে জিজ্ঞাসাবাদ।যদি এই নির্দেশ সঠিকভাবে না মানা হয় তবে পুলিশকেই পড়তে হবে শাস্তির মুখে বলে সাফ জানায় হাইকোর্ট।

২০২২ সালে কয়েকটি মামলার প্রেক্ষিতে পুলিশকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, ‘৪৯৮ ধারায় মামলা হলেই অভিযোগ খতিয়ে না দেখে অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা যাবে না। সেক্ষেত্রে ওই ধারার সঙ্গে সেকশন ৪০ যোগ করে আদালত। অর্থাৎ বধূ নির্যাতনের অভিযোগ পেলে পুলিশকে আগে সেকশন ৪০ প্রয়োগ করে থানায় ডেকে আনতে হবে অভিযুক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ করে যদি মনে হয় গ্রেপ্তারির যৌক্তিকতা রয়েছে, তবেই তাকে গ্রেপ্তার করতে হবে।’

উল্লেখ্য, স্বামী ও শ্বশুরবাড়ির লোকের অত্যাচার থেকে বিবাহিত মহিলাদের সুরক্ষা প্রদান করতেই ভারতীয় দণ্ডবিধিতে ৪৯৮(এ) ধারা যুক্ত করা হয়েছিল। এই আইনের অধীনে কোনও মহিলার অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তদের গ্রেপ্তার করার ক্ষমতা ছিল পুলিশের। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই আইনের অপপ্রয়োগ করে থাকেন অনেক মহিলা।এইসব দিক বিবেচনা করেই সুপ্রিম কোর্ট আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চেয়েছে। তারপরেই এ ব্যাপারে ফের আরও কড়া অবস্থান নেয় কলকাতা হাইকোর্ট।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Prashant Kishor | ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী পিকে-র, কী বললেন ভোট কুশলী?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের সমসংখ্যক বা তার বেশি আসন জিতবে বিজেপি (BJP)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলপ্রকাশের আগে ভবিষ্যদ্বাণী করলেন...

দেখে না ছেলে, আদালতের দ্বারস্থ দম্পতি

0
আলিপুরদুয়ার: ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন অনেক আশা করে। ভেবেছিলেন তাঁদের বৃদ্ধ বয়সে দেখভাল করবে সন্তান। ছেলে আজ সরকারি চাকরি পেয়ে প্রতিষ্ঠিত। কিন্তু বাবা-মাকে দেখেন না।...

Kartik Maharaj | হামলার আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে দরবার কার্তিক মহারাজের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  লোকসভা ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কার্তিক মহারাজ (Kartik Maharaj) প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে কার্যত...

ব্যবহৃত টি-ব্যাগ কী কী কাজে লাগতে পারে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চা খাওয়া শেষ হলেই টি-ব্যাগের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। সচরাচর একবার ব্যবহার করা টি-ব্যাগ ফেলেই দেওয়া হয়। কিন্তু ব্যবহৃত টি-ব্যাগ কতরকম...

Dinhata | দিনহাটায় ফের বাজেয়াপ্ত বন্দুক-কার্তুজ, গ্রেপ্তার ৩

0
দিনহাটা: আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জ (Sahebganj) থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। একটি দেশি বন্দুক ও...

Most Popular