Sunday, April 28, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গপানীয় জলে মিলছে কেঁচো! প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের

পানীয় জলে মিলছে কেঁচো! প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের

সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পরিস্রুত পানীয় জলে কেঁচো! হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের অর্জুনা গ্রামের ঘটনা। আতঙ্কে পিএইচই-র জল পান করা বন্ধ করে দিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। গ্রামবাসীর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি, গ্রামেগঞ্জের বিভিন্ন এলাকায় কিছু অসচেতন মানুষ পানীয় জলের স্ট্যান্ড পোস্টগুলিকে ভেঙ্গে দেওয়ার কারণে সেই ভাঙা অংশগুলি দিয়ে কেঁচো ও অন্য পোকামাকড় পাইপ লাইনে ঢুকে পড়ছে।

অভিযোগ, পিএইচইর পানীয় জলের রিজার্ভার সঠিকভাবে পরিষ্কার হয় না। দীর্ঘদিন ধরে জল সরবরাহের ক্ষেত্রে বেনিয়ম করছে পিএইচই কর্তৃপক্ষ। জল ব্যবহার করা হচ্ছে চাষের ক্ষেত্রে। মাখনা এবং ধানের জমিতে দেওয়া হচ্ছে জল। কিন্তু তারপরেও চুপ ছিলেন এলাকাবাসী। এবার জলে কেঁচো পাওয়া যেতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

বিক্ষোভকারী বেগম বিবি বলেন, ‘পিএইচই বহুদিন ধরে ঠিকভাবে জল সরবরাহ করছে না। এবার তো আমরা আতঙ্কে সেই জল পান করাই বন্ধ করে দিয়েছি।’ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ২ এর বিডিও বিজয় গিরি। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরকে এবিষয়ে জানানো হবে।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে আমাদের ওভারহেড রিজার্ভার থেকে এই ধরনের পোকামাকড় বেরোনোর সম্ভাবনা থাকে না। গ্রামেগঞ্জে বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ জলের স্ট্যান্ড পোস্টগুলির পাইপলাইন ভেঙে দিচ্ছেন। আর এই পাইপ লাইনের ভাঙ্গা অংশ দিয়েই কেঁচো এবং অন্য পোকামাকড় জলের মূল পাইপ লাইনে ঢুকে পড়ছে। বারবার এই বিষয়ে সচেতন করতেও কোন কাজ হচ্ছে না।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

BJP | দেবশ্রীর প্রচারে গিয়ে রক্তাক্ত বিজেপির মহিলা মণ্ডল সভাপতি! অভিযুক্ত তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কলকাতা (Dakshin Kolkata) লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী দেবশ্রী চৌধুরীর (Debashree Choudhury) সমর্থনে প্রচার করতে গিয়ে দুষ্কৃতী হামলা। রক্তাক্ত...

Leopard | চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

0
ক্রান্তি: চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। রবিবার ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালি খেরবাড়ি ক্যাম্পের ঘটনা। আপালচাঁদ রেঞ্জ অফিসারের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন। বন দপ্তর...
Peacock dancing on roof of the house

Peacock | বাড়ির চাল পেখম তুলে নাচছে ময়ূর, দেখতে ভিড় মানুষের

0
চালসা: জঙ্গল থেকে অনেক সময় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা। প্রায়শই দেখা যায় হাতি, চিতাবাঘ, বাইসন, হরিণ জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এবার...

Iraq | সমকামী সম্পর্কে জড়ালেই ১৫ বছরের জেল! ইরাকে পাশ নয়া আইন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমকামী সম্পর্কে জড়ালেই যেতে হবে জেলে। হতে পারে সর্বাধিক ১৫ বছরের জেল (Prison)। এমনই এক আইন (Law) পাশ হয়েছে ইরাকের...
Court filed affidavit in GTA recruitment corruption, CBI gave report

GTA | জিটিএ নিয়োগ দুর্নীতিতে হলফনামা চাইল কোর্ট, রিপোর্ট দিল সিবিআই

0
সাগর বাগচী, শিলিগুড়ি: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে প্রাথমিক রিপোর্ট জমা করল সিবিআই(CBI)। রাজ্য শিক্ষা দপ্তর...

Most Popular