Friday, May 3, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গডলারের বিনিময়ে ক্রিপটো কারেন্সি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ১

ডলারের বিনিময়ে ক্রিপটো কারেন্সি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ১

শিলিগুড়ি ও তুফানগঞ্জ: ইউএস ডলারের বদলে মোটা অংকের ক্রিপটো কারেন্সি দেওয়ার নামে ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সুরাটের পুলিশ। দিন দশেক আগে শিলিগুড়ির চম্পাসারি মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে তাকে সুরাট নিয়ে গিয়েছে সেখানকার সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে সুরাটের ব্যবসায়ীকে প্রায় দুই কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সুরাটের সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে প্রায় ১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। ধৃত ব্যক্তির নামে সুব্রত দে সরকার। অভিযুক্ত তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তুফানগঞ্জ পুলিশ অভিযুক্তের বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ব্যবসায়ীর ক্রিপটো কারেন্সি অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। ওই অ্যাপেই দুজনের মধ্যে কথাবার্তা হয়। এরপর অভিযুক্ত ওই টোপ দেয়। ব্যবসায়ী টোপ গিলতেই অভিযুক্ত টাকা নেওয়া শুরু করে। কিন্তু ব্যবসাযীর অ্যাকাউন্টে টাকা না দিয়ে বারবার ভুয়ো স্ক্রিনশট পাঠাতে থাকে। সম্প্রতি ব্যবসায়ী ব্যাংকে গিয়ে জানতে পারেন কোনও টাকাই তিনি পাননি। এরপরেই তিনি সুরাটের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সুরাটের পুলিশ দিন দশেক আগে তুফানগঞ্জে অভিযুক্তের খোঁজে যায়। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত সেখান থেকে পালাতে থাকে। অভিযুক্তের মোবাইল ফোনের লোকেশন ট্রেস করতে করতে শিলিগুড়ির চম্পাসারি মোড় থেকে প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করে সুরাট পুলিশ। এরপর অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে সুরাটে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে তুফানগঞ্জ থানার পুলিশ গেলে ঘরে তালা ঝোলানা দেখা যায়। বাড়িতে কেউ ছিল না। অভিযুক্তের গ্রেপ্তার হওয়ার খবর স্থানীয় বাসিন্দারাও জানতেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, ‘অভিযুক্তের পরিবারে তিন ভাই ও মা রয়েছে। তবে তারা ৬ মাস ধরে বাইরে থাকেন। মাঝে মধ্যে অল্প সময়ের জন্য বাড়িতে আসেন। আবার চলে যান। কয়েকদিন আগেও মা ও ছেলে একটি বড় আকারের ব্যাগ নিয়ে সকালের দিকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Father is a contract worker, Saurdwip's education is effected by financial problem

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

0
জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা হোটেলে শ্রমিকের কাজ করেন। সেই কাজও স্থায়ী নয়। তাই...

Lok Sabha Election 2024 | উত্তর মালদা আসনে অঙ্ক মেলানো শক্ত সবারই

0
শুভঙ্কর চক্রবর্তী, মালদা: শশাঙ্ক  এবং গৌড়- এই দুইকে পৃথক করা সম্ভব নয়। তবে শশাঙ্কহীন গৌড় যে মণিহারা ফণীর মতোই তার প্রমাণ মেলে তাঁর মৃত্যুর...

Election campaign | বাবার কাজের খতিয়ান তুলে ফরাক্কায় প্রচার ইশার

0
ফরাক্কাঃ প্রচারের শেষলগ্ন। এক ইঞ্চিও বিরোধীদের ছাড়তে চান না কোনও প্রার্থী। শুক্রবারও কংগ্রেস প্রার্থী ইশা খানের প্রচারে ফরাক্কায় সেই ছবিই ধরা পড়ল। বাবা ডালুবাবুর...
Lakhs of money stolen and disappeared arrested 1

Fraud | শিক্ষা দিল ‘ফেসবুক ভাই’, লক্ষাধিক টাকা হাতিয়ে গায়েব

0
শিলিগুড়ি: মহিলার বিশ্বাস অর্জন করে প্রতারণা! ফেসবুকে পরিচয়ের পর ভাই-বোনের সম্পর্ক গড়ে ওঠায় অভিযুক্ত যুবককে গয়না বন্ধক দিয়ে ১ লক্ষ টাকা পাঠান শিলিগুড়ির(Siliguri) এক...
85 percent in madhyamik Deependu wants to overcome poverty

Madhyamik Result | দরিদ্রতাকে হারিয়ে মাধ্যমিকে ৮৫ শতাংশ, ভবিষ্যতে সংসারের হাল ধরতে চায় দীপেন্দু

0
গয়েরকাটা: দরিদ্রতাকে জয় করে মাধ্যমিকে(Madhyamik Result) ভালো ফলাফল করে নজর কাড়ল বানারহাটের বংশীবদন হাইস্কুলের ছাত্র দীপেন্দু রায়। দীপেন্দুর বাবা সুদেব রায় ভিন রাজ্যে পরিযায়ী...

Most Popular