Monday, June 10, 2024
HomeBreaking Newsজমি দখলমুক্ত করতে গিয়ে ফিরে এলেন বনদপ্তরের আধিকারিকরা

জমি দখলমুক্ত করতে গিয়ে ফিরে এলেন বনদপ্তরের আধিকারিকরা

রাজ্যের শ্রমমন্ত্রী এবং বনমন্ত্রীর কাছে শ্রমিকদের সমস্যার বিষয়ে জানাবেন বলে আশ্বস্ত করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়

ফাঁসিদেওয়া: নিজেদের জমি দখলমুক্ত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হল বনদপ্তর। ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন কুচিয়াজোতে ত্রিহানা চা বাগানের মোহনলাল ডিভিশনের বনদপ্তরের ৩৮ একর জমি রয়েছে। একসময় ওই জায়গায় শালবন ছিল বলে জানা গিয়েছে৷ বনদপ্তরের দাবি, ওই জায়গায় শালগাছ কেটে অবৈধভাবে চা বাগান তৈরি করা হয়েছিল। সেই জমিতে ১৮ ডিসেম্বর খুঁটি পুঁতে দেয় বনদপ্তর। বৃহস্পতিবার সংশ্লিষ্ট জমি দখলমুক্ত করতে গিয়ে ফিরে আসতে হয়েছে বনদপ্তরকে।

আরও পড়ুন: সরকারি জমি দখল করে চা বাগান! উদ্ধার করল বন দপ্তর

অভিযোগ, বনদপ্তরের আধিকারিক এবং বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা। পাশাপাশি, চা বাগান তুলতে গেলে বাধা দেন চা শ্রমিকরা। শ্রমিকদের চাপের মুখে পড়ে পিছু হটতে হয় বনদপ্তরকে। এদিন কার্সিয়াং বনবিভাগের এডিএ‌ফ‌ও ভূপেন বিশ্বকর্মা ও ঘোষপুকুরের রেঞ্জার সোনম ভুটিয়া ঘটনাস্থলে গিয়েছিলেন৷ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চা বাগানে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। গোটা বাগানে ৫টি গ্রামের প্রায় ১৬০০ জন শ্রমিক কাজ করে। হঠাৎ করে এভাবে চা গাছ উপড়ে ফেললে শ্রমিকদের জীবিকা কীভাবে চলবে? প্রশ্ন তোলেন তাঁরা।

দীর্ঘ সময় ধরে চা বাগান চলছে। বনদপ্তর কেন আগে কেন আসেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন নীলা তিরকী, মঞ্জু তিরকী সহ সকল চা শ্রমিকরা। কুচিয়াজোতের পঞ্চায়ের সদস্য পান্নালাল সিংহের কথায়, গ্রামের মানুষদের চা শ্রমিকের কাজ করেই জীবিকা নির্বাহ করতে হয়। হঠাৎ করে চা বাগান তুলে দিলে, তাঁরা না খেয়ে মারা পড়বেন। তাই, আগে বনদপ্তর শ্রমিকদের কাজের নিশ্চয়তা প্রদান করুক। অপরদিকে, কার্সিয়াং বনবিভাগের ডিএফ‌ও হরিকৃষ্ণণ পিজে’র কথা, গোটা বিষয়টি নিয়ে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। চা শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছিল, কিন্তু তারা মানেননি। চা শ্রমিকদের জন্য ইকো পার্ক করে তাঁদের কর্মসংস্থান করার আশ্বাসও দেওয়া হয়েছে।

শেষে তিনি মন্তব্য করেছেন, বনদপ্তর এখনও কিছু সিদ্ধান্ত নেয়নি। চা শ্রমিকদের নিয়েই কাজ করতে হবে। গোটা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ত্রিহানা চা বাগানের ম্যানেজারের সুজয় মুখোপাধ্যায় মন্তব্য, এতদিন থেকে চা শ্রমিকরা কাজ করছেন। বাগান না থাকলে এত শ্রমিককে কাজ দেওয়া সম্ভব হবে না। সরকার যদি এই জমি লিজে দেয়, তাহলে কয়েকশো শ্রমিক কাজ হারাবেন না। ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়ের মন্তব্য, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখে রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলব। সেইসঙ্গে, বনমন্ত্রীকেও শ্রমিকদের সমস্যার বিষয়ে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

আরও খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cabinet Portfolio Announcement | স্বরাষ্ট্রে অমিত, প্রতিরক্ষায় রাজনাথ, মোদির নয়া মন্ত্রীসভায় কোন পদে কে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোদির নতুন মন্ত্রীসভায় ফের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন অমিত শা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে মন্ত্রক বণ্টন নিয়ে...

Sheikh Hasina | সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ, বুকে জড়িয়ে ধরলেন আপ্লুত হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।...
minor suicide in balurghat

Balurghat | দেরিতে বাড়ি ফেরায় বকাবকি করেছিল মা, কীটনাশক খেয়ে আত্মঘাতী নাবালিকা!

0
বালুরঘাট: কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাড়ি আসতে দেরি হয়েছিল। এর জন্য নাবালিকা মেয়েকে বকাবকি ও পরে মারধর করে তাঁর মা। বাড়ির সকলের সামনে এমনটা...

Road Accident | দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু চা শ্রমিকের

0
নাগরাকাটা: দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক চা শ্রমিকের। ঘটনায় জখম হয়েছেন ৪ জন। সোমবার সকালে গ্রাসমোড় লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।...

PM Modi | ইতিহাসে প্রথম, মুসলিম মুখ ছাড়াই মন্ত্রীসভা গঠন মোদির

0
নয়াদিল্লি: রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। মোদি সহ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৭২ জন মন্ত্রী রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন।...

Most Popular