Friday, May 10, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গসরকারি জমি দখল করে চা বাগান! উদ্ধার করল বন দপ্তর

সরকারি জমি দখল করে চা বাগান! উদ্ধার করল বন দপ্তর

খড়িবাড়ি: সরকারি জমি দখলের অভিযোগ উঠল পাহাড়গুমিয়া চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ এলাকার। বৃহস্পতিবার বন দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে যৌথভাবে উদ্যোগ নিয়ে দখল হওয়া সরকারি জমিটি চিহ্নিত করা হয়। পরে সেখানে খুঁটি লাগিয়ে দেওয়া হয়। তবে এর প্রতিবাদ জানিয়েছে পাহাড়গুমিয়া চা বাগান কর্তৃপক্ষ।

খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জে বন দপ্তরের ১৫৬ বিঘা জমি দখল করে চা বাগান তৈরির অভিযোগ উঠেছে পাহাড়গুমিয়া চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘোষপুকুর রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জাত্রু মৌজায় ১৫৬ বিঘা সরকারি জমি বন দপ্তরের অধীনে রয়েছে। ওই জমির পাশেই রয়েছে পাহাড়গুমিয়া চা বাগানের লিজভুক্ত জমি। এলাকায় বন দপ্তরের তেমন নজরদারি নেই। অভিযোগ, এই সুযোগকে লাগিয়ে সরকারি জমি দখল করে চা গাছ লাগিয়েছে পাহাড়গুমিয়া কর্তৃপক্ষ।

২০২২ সালে জমির সমীক্ষা করতে গিয়ে বিষয়টি বন দপ্তরের নজরে আসে। এরপর বারবার বাগান কর্তৃপক্ষকে সরকারি জমি দখলমুক্ত করার জন্য বলা হলেও কাজের কাজ কিছু হয়নি। বাধ্য হয়ে এদিন বন দপ্তরের ঘোষপুকুরের রেঞ্জার প্রমিত লালের নেতৃত্বে সরকারি জমি চিহ্নিত করে খুঁটি লাগানো হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ এবং খড়িবাড়ির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা। রেঞ্জার প্রমিত লালের কথায়, ‘এই জমি হাতির করিডর। বাগান কর্তৃপক্ষ বন দপ্তরের জমি দখল করে চা বাগান লাগিয়েছে। জমিটি এদিন চিহ্নিত করা হয়েছে। খুঁটি লাগানোর কাজ শুরু হয়েছে।’

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাহাড়গুমিয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার চন্দন কুমার। তিনি খুঁটি লাগানোর বিরোধিতা করেন। চা বাগান সূত্রে জানা গিয়েছে, ১১ ডিসেম্বর চা বাগান কর্তৃপক্ষের তরফে এবিষয়ে উচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করা হয়েছে। ডেপুটি ম্যানেজারের দাবি, ‘১৯৩৪ সাল থেকে এই জমিতে চা গাছ লাগানো রয়েছে। এই জমি সরকার নিয়ে নিলে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।’

শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ি মহকুমার সমস্ত সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি জমি দখলমুক্ত করে ল্যান্ড ব্যাংক তৈরি করা হবে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

hs-result-2024-goyerkatas jeet got 433

HS Result 2024 | পড়াশোনার পাশাপাশি দোকানে কাজ, উচ্চমাধ্যমিকে সফল গয়েরকাটার জিৎ

0
গয়েরকাট: বাবা নেই, সংসারের হাল ধরতে ও নিজের পড়াশোনার খরচ যোগাতে মাধ্যমিকের পরই কাজে যোগ দেয় সে। দিনের বেলা কাজ করে, শুধুমাত্র রাতে পড়াশোনা...

Malda | ছিনতাইবাজরা আজও অধরা, মা-বাবার স্মৃতিমাখা গয়নার সন্ধানে ছুটছেন সত্তরোর্ধ বৃদ্ধা

0
মালদাঃ দু’বছরেও উদ্ধার হয়নি ছিনতাই হওয়া গয়না। মা-বাবার স্মৃতিবিজড়িত সোনার গয়না ফেরত পেতে থানা, উকিল আর জনপ্রতিনিধিদের দুয়ারে আজও হত্যে দিয়ে চলেছেন সত্তরোর্ধ্ব শিখাদেবী।...
mother is accused of trying to kill her child

নেপথ্যে সম্পত্তি যোগ! সন্তানকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

0
মানিকচক: নাবালক(Minor) সন্তানকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল মা ও তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। নাবালকের জ্যেঠু-জেঠিমার অভিযোগ, ছয় বিঘা জমির লোভে মেরে ফেলার চেষ্টা...

Kunal Ghosh | কোথায় সেই পুরোনো মেজাজ? দাঁতে ব্যথা, তাই কম কথা বলছেন কুণাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল কুণাল ঘোষকে। পদ হারিয়েই সংবাদ মাধ্যমে একের পর এক বিস্ফোরক মন্তব্য...
Father is a cleaner, Sushmita got 461 in higher secendary

HS Result 2024 | বাবা সাফাইকর্মী, উচ্চমাধ্যমিকে ৪৬১ পেয়ে তাক লাগাল সুস্মিতা

0
জলপাইগুড়ি: জীবনে চলার পথ যে সবসময় মসৃণ হবে, তা কিন্তু নয়। ঠিক তেমনই জন্ম থেকেই দারিদ্র্যতাকে সঙ্গী করে উচ্চমাধ্যমিকে(HS Result 2024) ৯২.২ শতাংশ পেয়ে...

Most Popular