Sunday, June 2, 2024
Homeউত্তর সম্পাদকীয়রাস্তায় প্রতিমা ফেলে রাখা সাংস্কৃতিক অবক্ষয়

রাস্তায় প্রতিমা ফেলে রাখা সাংস্কৃতিক অবক্ষয়

  • অভিজিৎ পাল

আর একটি সরস্বতীপুজো চলে গেল। যে বিষয়টি ভাবায়, তা হল পুজোর পরে দেবী প্রতিমার অনাদর। পুজোর পর অনেকেই দেবী প্রতিমা রাস্তার ধারে ফুটপাথে, গাছের তলায়, বাড়ির দেওয়ালের রেলিংয়ে রেখে দেয়। এ এক সাংস্কৃতিক অবক্ষয়। পথেঘাটে চলতে গিয়ে কমবেশি আমাদের সবারই এটা চোখে পড়েছে। গ্রাম থেকে শহর সর্বত্র একই ছবি।

আমরা কি বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছি? আমাদের সংস্কৃতিতে সরস্বতীপুজোর দিন হাতেখড়ি দিয়ে পড়ালেখা শুরু হয়, বই আমাদের কাছে বিদ্যাস্বরূপ। বইতে বিদ্যার বাস। যাঁরা পড়াশোনার মধ্যে রয়েছেন, তাঁদের কাছে বিদ্যাসাধনা নিরন্তর হওয়া উচিত। অথচ আমরা মনে করি শুধু ওই একদিন বিদ্যার সাধনা করলেই ‘কেল্লা ফতে’। প্রশ্ন জাগে, এত আয়োজন করে পুজো, শেষে সেই প্রতিমাকে নদীতে বা জলাশয়ে বিসর্জন দিতে কেন আলসেমি?

আবার কোথাও কোথাও কিছু অদ্ভুত যুক্তিও শোনা যায়। শাস্ত্রে পূজান্তে বিসর্জনের কথা বলা হলেও অনেকের যুক্তি সরস্বতীকে জলে ভাসালে নাকি বিদ্যা ভেসে চলে যাবে। পড়াশোনা হবে না। অথচ বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর পর আবার দিব্যি আমরা সরস্বতী সহ সবাইকে জলে ভাসিয়ে দিচ্ছি। তাহলে প্রশ্ন, তখন কি বিদ্যা ভেসে যাচ্ছে না? লক্ষ্মী প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও একই যুক্তি। সেখানে নাকি ধনসম্পত্তি ভেসে যাবে!

আসলে বিদ্যা থাকা উচিত অন্তরে। দেবী প্রতিমায় বিদ্যা বা বিদ্যাদেবীর অবস্থান তো প্রতীকী। আর যদি দেবী প্রতিমার কথা বলতে চাই , তবে বলতে হয় দেবী হলেন ঐশ্বর্যময়ী। রাস্তার ধারে প্রতিমা পড়ে থাকলে কয়েকদিন পর সেটি অদ্ভুত রূপ লাভ করে যা দেবীর ঐশ্বর্যের সঙ্গে একেবারেই বেমানান। যাঁরা সরস্বতী প্রতিমা নদীতে ‘বিসর্জন’ দেবেন না বলেন, তাঁরা হয়তো ‘বিসর্জন’ শব্দটির মর্মার্থই জানেন না। অগ্নি পুরাণের ৬৭তম অধ্যায়ে প্রতিমা বিসর্জন নিয়ে বলা আছে- কাঠের প্রতিমা অগ্নিতে বিসর্জন করা যেতে পারে। আবার রত্ন ও ধাতু দিয়ে তৈরি প্রতিমা সমুদ্রে এবং মাটি ও পাথরের তৈরি প্রতিমা নদীতে বিসর্জন করা উচিত।

দেবীকে তো আমরা মা বলে মনে করি। কোথায় কোনও জায়গায় নিজের মা, বাবা বা পরিবারের কারও পুরোনো ছবি বা তাদের ভোটার কার্ড, আধার কার্ডের মতো কাগজগুলিও তো রাস্তার ধারে বা গাছতলায় ফেলে দেন না।

বিদেশে যেখানে নদী দূষণ রোধ করার জন্য প্রতিমা নদীতে বিসর্জন দিতে দেওয়া হয় না, সেখানে পুরোনো প্রতিমা এক বছর যত্নে রক্ষা করা হয় এবং পুজোর আগে সেই প্রতিমাকে নতুনভাবে সাজিয়ে আবার পুজো করা হয়। এই নিয়ম আমাদের দেশেও চালু করা উচিত। এক পুজো উদ্যোক্তার সঙ্গে কথা হচ্ছিল। গত বছর খুব বড় করে এক বড় প্রতিমা দিয়ে তিনি পুজোর আয়োজন করলেন দেখলাম। পুজোর পরে এক সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও করলেন। কিন্তু পরে দেখি প্রতিমাটি মাঠে খোলা আকাশের নীচে পড়ে রয়েছে। রোদে বৃষ্টিতে ভিজে যা অবস্থা হওয়ার তাই হল। দেবী তো বিদ্যার পাশাপাশি বুদ্ধি ও জ্ঞানও প্রদান করেন। এবছর তিনি যেন তাঁর ভক্তদের সুবুদ্ধিটুকু দেন।

(লেখক উড়লাজোত প্রাথমিক স্কুলের শিক্ষক, অম্বিকানগরের বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Modi | উত্তর ভারতে তাপপ্রবাহ, উত্তর-পূর্বে বন্যা, পরিস্থিতি মোকাবিলায় বৈঠক মোদির

0
নয়াদিল্লি: উত্তর ভারতে চলছে তাপপ্রবাহ। অন্যদিকে, বাংলা ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় রেমালের। বন্যায় বিপর্যস্ত অসম। গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার...

Murshidabad | রঘুনাথগঞ্জে ডাকাতির ঘটনায় বাংলাদেশ যোগ, পুলিশের জালে ৭

0
মুর্শিদাবাদ: ডাকাতির (Dacoity) ঘটনায় তদন্তে নেমে বাংলাদেশ যোগ পেল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট সাতজন। এরমধ্যে চারজন বাংলাদেশি নাগরিক রয়েছে।...

Balurghat | দেশীয় রীতিতে লাঠি দিয়েই চলছে প্রশিক্ষণ, কোবুডোতে মজেছে বালুরঘাটবাসী

0
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: কোবুডো(Kobudo) নামটির সঙ্গে এখনও অনেকেই সেভাবে পরিচিত নন। ইতিমধ্যেই ক্যারাটে, তাইকোন্ডো, মার্শাল আর্টস পরিচিতি লাভ করলেও দক্ষিণ দিনাজপুর জেলায় ক্রমশ জনপ্রিয়...

Water Crisis | পাম্পহাউস থাকলেও পানীয় জল পৌঁছোয় না অসুরদের গ্রামে

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHE Department) পাম্পহাউস রয়েছে বটে। তবে সেখান থেকে ঘরে ঘরে পানীয় জল পৌঁছোয় না (Water Crisis)। যদিও বিছিয়ে...
samsi boys hostel has been closed since Corona

Boys Hostel | করোনার পর থেকেই বন্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত হস্টেল, চালুর দাবি...

0
সামসী: রাজ্য সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি টাকা আর্থিক সহযোগিতায় সামসী(Samsi) গ্রাম পঞ্চায়েত এলাকার ভগবানপুর হাই মাদ্রাসায় একটি বয়েজ হস্টেল(Boys Hostel) নির্মাণ করা...

Most Popular