Thursday, May 16, 2024
Homeউত্তর সম্পাদকীয়হাতি মেরে সাথি, শুধু চলচ্চিত্রেই...

হাতি মেরে সাথি, শুধু চলচ্চিত্রেই…

বক্সা ফরেস্টের কিছু এলাকায় এবার প্রচুর চালতা ফলেছে। চালতা হাতির অতি প্রিয় খাদ্য। তারা চালতার টানে আসছে। পর্যটকের সুবিধা-অসুবিধে দুটোই।

  • পঙ্কজ কুমার চট্টোপাধ্যায়

নীতিন শেকারের ‘হোয়াট’স লেফট অফ দি জাঙ্গল’ গ্রন্থ যে বাস্তব চরিত্রকে ঘিরে, রাজাভাতখাওয়াবাসী সেই নেত্রপ্রসাদ শর্মার সঙ্গে মাঝে মাঝে আমার জন্মভূমি আলিপুদুয়ারের খবরাখবর নিয়ে কথা হয়। ক’দিন আগে জানলাম যে, বিগত কয়েকদিন ধরে হাতি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। খাবারের খোঁজে। শত্রু মানুষের বিরুদ্ধে উগরে দিচ্ছে রোষ। সেদিন ভোরে ভেঙে দিয়েছে বামনি বস্তির একটি ট্যুরিস্ট লজের কিছু অংশ। তিন-চারদিন আগে পানিঝোরাতে রাস্তার পাশের দু-তিনটে দোকান ভেঙেছে।

এবার শীতে বৃষ্টি হয়নি। তাই বৃক্ষহীন জঙ্গল একদম শুকিয়ে বিবর্ণ হয়ে আছে। সবুজের দেখা সেইভাবে নেই। বর্তমানে জঙ্গলে হাতির খাওয়ার মতো ঘাস বা অন্য গাছ নেই। আর বছরের এই সময়টা থাকে হাতিদের ‘মেটিং’-এর সিজন। তাই ওরা একটু উন্মত্ত থাকে। তার উপর ভুখা পেট।

এর খবর কি আর বন দপ্তরের কর্তাব্যক্তিরা বা অন্য কর্মীরা রাখেন? রাখেন না। মাঝে মাঝে কোনও অংশে ঘাস লাগায়। কিন্তু, পরের বারের জন্যে পুরো ঘাস পুড়িয়ে নতুন বীজ বপন হয় না। ফলে ঘাস জাতীয় খাদ্যেরও অভাব। শুধু মাঝে মাঝে ওয়াচটাওয়ার থেকে লবণ ফেলে দিয়ে দায়িত্ব খালাস। বেতন তো ঘরে বসে বসেই পাওয়া যায়।

বক্সা ফরেস্ট অঞ্চলের ১৫, ১২, ১০ এবং ২ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় এবার প্রচুর চালতা ফলেছে। চালতা হাতির অতি প্রিয় খাদ্য। তাই হাতিরা বক্সা-জলদাপাড়া করিডর দিয়ে যেতে যেতে বা কুমারগ্রাম-সংকোশ এলাকা থেকেও চলে আসছে এইসব চালতা গাছ থাকা এলাকায়। দিনের যে কোনও সময়েই হাতির দেখা মিলবে। এতে পর্যটনশিল্পের পোয়াবারো। পর্যটনের সিজন এখনও বলবৎ আছে। তাই পর্যটকরা খুব খুশি। কিন্তু, তাঁদের প্রাণ হাতে নিয়ে বেড়াতে হবে। কারণ যে কোনও সময়েই হাতি লজের ঘরে হামলা হানতে পারে।

বন দপ্তরের অনুমতি ছাড়াই, ছোট-বড় লজ বা রিসর্ট গড়ে উঠছে জঙ্গলের এমন অংশে, যেখানে মানুষের বসবাস করা উচিত নয়। সামান্য যা গাছ আছে, তাও বন দপ্তরের কর্মীদের চোখের সামনেই কেটে নেওয়া হচ্ছে। উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে গাছের কাণ্ড অর্ধেক চিরে রেখে দেওয়া হয়, যাতে সামান্য ঝড়েই তা ভেঙে পড়ে রাস্তার উপরে। আর হইহই করে কাঠ কাটা শুরু হয়ে যায়। জঙ্গল থাকবে না। থাকবে শুধু মানুষের বসবাসের গৃহ বা পর্যটন-গৃহ। মানুষ নির্লজ্জের মতো ঢুকে পড়বে জঙ্গলে। বিপরীতে হাতির মতো প্রাণীরা চলে আসবে মানুষের বসবাসের এলাকায়। হাতির মতো শক্তিধর প্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে আসার সাহস পায়। কিন্তু, হরিণের মতো নিরীহ প্রাণীরা? তাদের অবস্থা কি কেউ জানে?

রাজাভাতখাওয়া-দমনপুরের মানুষ হাতির এই উপদ্রব সহ্য করে নিচ্ছে ক্ষতি বেশি না হলে। কিন্তু, এইভাবে কতদিন চলবে? এই আসা-যাওয়া কি হাতিদের পক্ষে নিরাপদ থাকবে? নাকি রেললাইনে কাটা পড়ে হাতির মৃত্যুর মতো ঘটনা ঘটতে থাকবে?

(লেখক অনুবাদক এবং প্রাবন্ধিক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | কপ্টার নামবে মমতার, মাঠ দিল না মন্ত্রীপুত্রের কলেজ, শোরগোল কাঁথিতে  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যেই কলেজের মাথা মন্ত্রীপুত্র, সেই কলেজের মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার অনুমতি পেল না। তমলুক লোকসভা কেন্দ্রের অধীন কাঁথিতে দেবাংশু...

Fire arms | ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়, গত দু’দিনে উদ্ধার তিনটি পিস্তল  

0
দিনহাটা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ।   গোপন সূত্রে খবর পেয়ে বড়...

Darjeeling | পর্যটকদের জন্য সুখবর! এবার এই নয়া রুটে বাসে করেই পৌঁছে যাবেন দার্জিলিং

0
শিলিগুড়ি: পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য পাহাড়ি শহর মিরিক। তবে এতদিন মিরিক পর্যন্ত বাস পরিষেবা থাকলেও সেখান থেকে দার্জিলিং যেতে গেলে ভরসা করতে হত প্রাইভেট...

Theft Case | গভীর ঘুমে বাড়ির সদস্যরা, গয়না-টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

0
হেমতাবাদ: গভীর ঘুমে আচ্ছন্ন বাড়ির সদস্যরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কার্যত লুঠতরাজ (Theft case) চালাল একদল দুষ্কৃতী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদে। মঙ্গলবার...

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গাছে ধাক্কা মারুতি ভ্যানের, মৃত ১, আহত ৬...

0
কিশনগঞ্জঃ বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত হয় আরও...

Most Popular