Monday, April 29, 2024
HomeMust-Read Newsগার্ডেনরিচ আতঙ্ক কোচবিহারেও, ওপর থেকে নীচ পর্যন্ত চওড়া ফাটল বহুতলে

গার্ডেনরিচ আতঙ্ক কোচবিহারেও, ওপর থেকে নীচ পর্যন্ত চওড়া ফাটল বহুতলে

কোচবিহার: গার্ডেনরিচ আতঙ্ক কোচবিহারেও। কোচবিহার শহরের বড় বাজার এলাকায় নৃপেন্দ্রনারায়ণ রোডের ধারে চারতলা একটি বহুতলের ওপর থেকে নীচ পর্যন্ত চওড়া ফাটল ধরেছে। বহুতলটি লাগোয়া একটি তিনতলা বাড়ির ওপর ঝুঁকে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। আশপাশের বাসিন্দাদের দাবি, সাত-আট মাস ধরে তাঁরা এই ফাটলটি দেখছেন। তবে দুই–তিনদিনের বৃষ্টিতে সেই ফাটল বেড়ে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। ফলে তাঁরা সবসময়ই আতঙ্কে রয়েছেন।

সম্প্রতি কলকাতার গার্ডেনরিচে বহুতল ভেঙে বেশ কয়েকজন মারা যাওয়ার পাশাপাশি অনেকে আহতও হয়েছেন। কোচবিহারের বহুতলটির বর্তমানে যা অবস্থা তাতে এটিও যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। সমস্যার বিষয়ে কোচবিহার পুরসভাকে অবগত করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শনিবার এ বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর প্রতিক্রিয়া, ‘এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানতাম না। এদিনই জানতে পারলাম। পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে রবিবার ঘটনাস্থলে যাব।’

সংশ্লিষ্ট বহুতলটির সামনের দিকে রাস্তার পাশে হার্ডওয়্যারের বড় দোকান রয়েছে। বাড়িটির পেছনের দিকের একটা অংশে ওপর থেকে নীচ পর্যন্ত লম্বালম্বি ফাটল ধরেছে। বহুতলটি পাশের একটি তিনতলা বাড়ির দিকে বেশ কিছুটা ঝুঁকে পড়েছে। তিনতলা ওই বাড়িতে দুটো পরিবার থাকে। ওই পরিবারগুলির অন্যতম রূপনারায়ণ বণিক বললেন, ‘যেভাবে বহুতলটি আমাদের বাড়ির দিকে ঝুঁকে পড়েছে তাতে যে কোনও সময় সেটি ভেঙে পড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। গার্ডেনরিচের ঘটনার পর আমাদের আতঙ্ক অনেকটাই বেড়ে গিয়েছে।’ তিনতলা বাড়িটির আরেক প্রবীণা বাসিন্দা নমিতা বণিকের কথায়, ‘পরিস্থিতির জেরে আমাদের সুখশান্তি উড়ে গিয়েছে।’ ব্যবসায়ী দীপঙ্কর বণিক ওই বহুতলটির আশপাশেই থাকেন। তিনি বললেন, ‘বহুতলটির সমস্যার বিষয়ে আমরা বহুবার সেটির কর্ণধারকে জানিয়েছি। কিন্তু দেখছি, দেখব বলে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। পাশাপাশি, বিষয়টি আমরা কোচবিহার পুরসভা, মহকুমা শাসককেও জানিয়েছি। এক্ষেত্রেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর জেরে আমাদের আতঙ্ক সমানে বাড়ছে।’ এলাকার আরেক ব্যবসায়ী অরুণজিৎ বণিকও বহুতলটির অবস্থায় তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন। দ্রুত ব্যবস্থার দাবিতে অরুণজিৎরা সরব হয়েছেন।

সংশ্লিষ্ট বহুতলটির অন্যতম কর্ণধার রণজয় বণিকের দাবি, ‘সমস্ত নিয়মকানুন মেনে ৪০ বছর আগে আমাদের বাড়িটি তৈরি করা হয়। এতদিন কোনও সমস্যা ছিল না। কিন্তু বছর দুয়েক আগে তিনতলা বাড়িটি তৈরির পর থেকেই সমস্যার শুরু। পুরসভার নিয়ম মেনে ওই বাড়িটি তৈরি হয়নি। দুই ফুট জায়গা ছেড়ে বাড়ি তৈরির কথা বলা হলেও মাত্র ছয় ইঞ্চি ছেড়ে ওই বাড়িটি তৈরি করা হয়। বাড়িটির যখন দোতলা সম্পূর্ণ হয় তখনই গোটা বিষয়টি পুরসভাকে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু সেই সময় কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। মাঝখান থেকে আমাদের বহুতলটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।’ গোটা পরিস্থিতির জেরে তাঁরাও খুবই আতঙ্কে রয়েছেন বলে রণজয় জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooch Behar | স্কুলছুট ঠেকাতে তিন দশক ধরে সচেষ্ট মিনু

0
বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা: অর্থাভাবে নিজে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। তবে পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুরা যাতে স্কুলছুট না...

Cane Crafts of Cooch Behar | দাম মিলছে পাটির, খুশি বেতশিল্পীরা 

0
গৌরহরি দাস, কোচবিহার: কোচবিহারের বেতশিল্পীদের সুদিন ফিরছে। বেতশিল্পের (Cane Crafts of Cooch Behar) পীঠস্থান হিসাবে পরিচিত কোচবিহার-১ (Cooch Behar) ব্লকের ধলুয়াবাড়িতে গিয়ে এলাকার বেতশিল্পীদের...

Siliguri | অতিযান্ত্রিকতা থেকে কীভাবে মিলবে মুক্তি?, পাঠ দিলেন শিলিগুড়ির তরুণ

0
তমালিকা দে, শিলিগুড়ি: একুশ শতকে প্রযুক্তি ছাড়া জীবন যেন অচল। যতই দিন যাচ্ছে, জীবনধারণের জন্য বাড়ছে প্রযুক্তির উপর নির্ভরশীলতা। সঙ্গে অধিকমাত্রায় বেড়ে গিয়েছে ব্যস্ততা।...

Fire | বিধ্বংসী আগুন বালুরঘাটে, পুড়ে গেল গ্যারেজে থাকা একটি গাড়ি ও বাইক  

0
বালুরঘাটঃ সোমবার সকালে একটি অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি চার চাকার গাড়ি ও একটি বাইক। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকভৃগু শিমুলতলীতে। জানা...

কোথায় পালাবে তুমি, চারিদিকে আজ…

0
কল্যাণময় দাস চারপাশ খুব স্ক্যারি। যাপনে স্ক্যারি, ঘুমনে স্ক্যারি। সবাই সবার দিকে আড়চোখো। পরিস্থিতি এমন যে, বাবা হাতে টাকা দিয়ে বাজার থেকে ঢ্যাঁড়শ আনতে...

Most Popular