Friday, May 17, 2024
HomeExclusiveJalpaiguri | ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান

Jalpaiguri | ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: রবিবারের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ির (Jalpaiguri) ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান (Educational institution)। এর মধ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা ৩২টি। হাই স্কুল, শিশুশিক্ষাকেন্দ্র ও অঙ্গনওয়াড়ি রয়েছে যথাক্রমে ৮, ২ ও ১টি। ক্ষতিগ্রস্ত স্কুলগুলি ওই ঘূর্ণিঝড়ের কবলে পড়া ময়নাগুড়ি সাউথ সার্কেল, ময়নাগুড়ি সার্কেল, সদর নর্থ সার্কেলের অন্তর্গত। রয়েছে রাজগঞ্জ পশ্চিম সার্কেলেরও একাধিক স্কুল। জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) শ্যামলচন্দ্র রায় বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।’

ঝড়ের (Storm) প্রকোপ এতটাই ছিল যে কোথাও স্কুলগুলির জলের ট্যাংক, মিড-ডে মিলের রান্নাঘরের চাল, আবার কোথাও গোটা স্কুলের টিনের ছাউনিই খড়কুটোর মতো উড়ে গিয়েছে। বেশ কয়েকটি স্কুলের ওপর গাছ ভেঙে পড়ায় দুমড়েমুচড়ে গিয়েছে ক্লাসরুম। ময়নাগুড়ি সাউথ সার্কেলের পদমতি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হেলাপাকড়ি এলাকার ডাঙ্গাপাড়া জুনিয়ার বেসিক স্কুলটির পরিস্থিতি বর্তমানে এমনই, সেখানে আর পড়ুয়াদের বসিয়ে পড়ানো সম্ভব নয়। গোটা স্কুল ভবনই ভেঙে গিয়েছে। ময়নাগুড়ির ডোমারহাট বোর্ড ফ্রী প্রাথমিক বিদ্যালয়ে শৌচালয়ের অস্তিত্ব মুছে গিয়েছে। পানীয় জলের সংযোগের পাইপলাইন ভেঙে গিয়েছে। সদর নর্থ সার্কেলের জমাদারপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল বলতে আর কিছু অবশিষ্ট নেই। ডেঙ্গুয়াঝার নিউ টিজি প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন আবহে একা ঝড়ে রক্ষে নেই। দোসর হয়েছে হাতির হামলাও। রবিবার রাতে রাজগঞ্জ পশ্চিম সার্কেলের অন্তর্গত ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক বিদ্যালয়টি গুঁড়িয়ে দেয় একটি দলছুট দাঁতাল। এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির পরিস্থিতি নিয়ে সোমবার রাতে শিক্ষা দপ্তরের সঙ্গে জেলার প্রশাসনিক ও শিক্ষাকর্তাদের একটি বৈঠক হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Indian Student Protest in Canada |  কানাডায় হঠাৎ নিয়ম বদল, বিতারনের মুখে ভারতীয় পড়ুয়ারা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) বুকে প্রিন্স এডওয়ার্ড দ্বীপে সমস্যার মুখে পড়েছেন ভারতীয় পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, স্নাতক হওয়ার পরও সেখানে কাজ করার অনুমতি...

Alipurduar | শুকিয়ে গিয়েছে অধিকাংশ নদী-ঝোরা, জলসংকট বক্সার তিন গ্রামে

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: পাহাড়ের বুক চিড়ে আসা অধিকাংশ নদী ও ঝোরা শুকিয়ে গিয়েছে। ফলে আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সা পাহাড়ের (Buxa Hill) কোলে থাকা তিনটি গ্রামে...

Lightning | বন্ধুদের সঙ্গে গল্পে মগ্ন অসিত, বাড়িতে নিথর দেহ ফিরতেই উঠল কান্নার রোল

0
গাজোল: বৃহস্পতিবার দুপুরে আদিনা (Adina) এলাকায় বজ্রাঘাতে (Lightning Strike) মৃত্যু হয় এক ছাত্রের। বছর ১৯ এর অসিত সাহার মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবারও শোকাহত গোটা...

Mamata Banerjee | মঞ্চেই জুতো ছিঁড়ল মমতার, সেফটিপিন লাগিয়ে আদিবাসীদের সঙ্গে নৃত্যে পা মেলালেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনি প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভার মাঝেই মঞ্চেই জুতোয় সেফটিপিন লাগিয়ে নেন তৃণমূল নেত্রী। ছিঁড়ে যাওয়া...

Balurghat | শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাক লাগানো ফল, পাশে দাঁড়াল প্রশাসন

0
বালুরঘাট: ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৯২ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছিল বালুরঘাটের (Balurghat) কামারপাড়ার পায়েল পাল। তবে তার উচ্চশিক্ষায়...

Most Popular