Monday, May 20, 2024
HomeMust-Read NewsSuvendu Adhikari | প্রসূনকে শাহজাহানের সঙ্গে তুলনা, হবিবপুর থেকে হুংকার শুভেন্দুর

Suvendu Adhikari | প্রসূনকে শাহজাহানের সঙ্গে তুলনা, হবিবপুর থেকে হুংকার শুভেন্দুর

মালদা: উত্তর মালদার হবিবপুর বিধানসভার কেন্দপুকুরে বিজেপি (BJP) প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে বিজয় সংকল্প সভা থেকে হুংকার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। চিরাচরিত ভঙ্গিতে মঞ্চ থেকে বৃহস্পতিবার তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। দুর্নীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে সরব হন তিনি। তোপ দাগলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থীকেও। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে শাহজাহানের সঙ্গে তুলনা করেন বিজেপি নেতা।

এদিন বক্তব্যের শুরু থেকেই তৃণমূলকে (TMC) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর অভিযোগ, পুনরায় সিএএ (CAA) নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। সিএএ মানুষকে নাগরিকত্ব প্রদান করবে। কারও নাগরিকত্ব কেড়ে নেবে না। শুভেন্দুর দাবি, উত্তর মালদায় বিজেপি ইতিমধ্যেই জিতে গিয়েছে। দ্বিতীয় স্থান নিয়ে প্রতিযোগিতা হচ্ছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে।

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দুর মন্তব্য, ‘উনি পুলিশ সুপার এবং ডিআইজি থাকাকালীন মালদা এবং বালুরঘাটে বহু অপকর্ম করেছেন। ওঁনার নেতৃত্বে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে ভোট লুঠ হয়েছে এই এলাকাগুলোতে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ও শেখ শাহজাহান।’ মোদি স্তুতি করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘মোদিজি (PM Narendra Modi) কথা দিয়ে কথা রেখেছেন। ৫০০ বছর পর রাম মন্দির নির্মাণ করেছেন। কর্মীদের রামনবমীর প্রস্তুতির বার্তাও দেন তিনি।’ মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অভিযোগ করেন, ‘মমতা গাজোলে এসে রাজবংশী এবং মতুয়াদের অপমান করেছিল। তার বদলা এখানকার মানুষদের নিতে হবে।’ জেলার পরিযায়ী সমস্যা থেকে শুরু করে নারী নিরাপত্তা ইস্যু নিয়ে রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন বিজেপি নেতা।

শুভেন্দুর নিশানা থেকে বাদ জাননি প্রশাসনিক আধিকারিকরাও। মালদার পুলিশ সুপার এবং হবিবপুরের বিডিওর উদ্দেশ্যে সাবধানি বার্তা দেন শুভেন্দু। দাবি করেন, ‘যতই যা করুন আপনারা কিন্তু কোনওমতে তৃণমূল জিতবে না।’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর বক্তব্য, ‘তৃণমূলের সকলেই শেখ শাহজাহান। তাই প্রসূনকেও বলেছি। উনি এখানে তৃতীয় স্থানে থাকবেন। পুলিশে থাকাকালীন তো সম্পূর্ণ তৃণমূলের দলদাস ছিলেন। খগেন মুর্মুর জয় অবধারিত।’

বুধবার রাতে মালদায় এসে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ হবিবপুর ব্লকের কেন্দপুকুর স্কুল সংলগ্ন ময়দানে খগেন মুর্মুর সমর্থনে বিজয় সংকল্প সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকে। এদিনের জনসভায় মূলত হবিবপুর এবং গাজোল বিধানসভার কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাপক সংখ্যায় কর্মীদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিকে শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে পালটা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসির কটাক্ষ, ‘কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরণের মন্তব্য করতে পারেন না। বিজেপি কত ভোটে হারবে সেটা উনিও গুনে শেষ করতে পারবেন না।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। কপ্টারে তাঁর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীও ছিলেন বলে...

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Most Popular