Wednesday, May 22, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরElection Commission | কমিশনের নির্দেশ, সাময়িক বন্ধ হচ্ছে তৃণমূল প্রার্থীর রুটি-সবজির গাড়ি

Election Commission | কমিশনের নির্দেশ, সাময়িক বন্ধ হচ্ছে তৃণমূল প্রার্থীর রুটি-সবজির গাড়ি

রায়গঞ্জ: নির্বাচন কমিশনের কোপে এবার কৃষ্ণ কল্যাণীর খাবার বিলির উদ্যোগ। রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী অভুক্ত মানুষের জন্য অন্নপূর্ণা ভান্ডার নামে একটি গাড়িতে করে শহরে রুটি সবজি বিলির ব্যবস্থা করেছিলেন। আপাতত নির্বাচন কমিশনের নির্দেশে সেই গাড়িটি সাময়িকভাবে বন্ধ রাখলেন কৃষ্ণ কল্যাণী। এদিন নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা ভান্ডার রায়গঞ্জের ভোট পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেন কৃষ্ণ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ মে অন্নপূর্ণা ভান্ডার চালু করেন তৎকালীন বিজেপি বিধায়ক (অধুনা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী) কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ বাবু সেই সময় তাঁর বাবা প্রয়াত দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে তাঁর মা উর্মিলা দেবীর হাত দিয়ে এই গাড়িটি চালু করেন। এই গাড়ি থেকে বিনামূল্যে রায়গঞ্জ শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকার প্রচুর মানুষ রুটি-সবজি খেতে পারতেন। কখনও শহরের নির্দিষ্ট এলাকায় আবার কখনও প্রান্তিক গ্রামীণ এলাকায় পৌঁছে যেত রুটি-সবজির গাড়ি। আপাতত ছয়-সাতদিনের জন্য সেই পরিষেবা বন্ধ থাকছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য সম্প্রতি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। তারপরই পদক্ষেপ করে কমিশন। বাসুদেব সরকার বলেন, “তৃণমূল প্রার্থী দীর্ঘদিন ধরে গাড়ি থেকে খাবার বিলি করে ভোটারদের প্রলোভন দেখাচ্ছেন। বর্তমান সময়ে এটা নির্বাচনী বিধিলঙ্ঘনের সমতুল্য। অর্থের ক্ষমতা দেখিয়ে তিনি ভোটারদের তার পক্ষ নিতে বাধ্য করছেন। নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি।”
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আরও একবার প্রমাণিত হল যে বিজেপি সবসময় সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করে। প্রতিদিন কয়েক হাজার মানুষ আমার চালু করা ভ্রাম্যমাণ রুটি-সবজির গাড়ি থেকে রুটি খেতে পারতেন। আমার প্রয়াত পিতার স্মৃতিতে সেটা চালু করেছিলাম এবং সেই রুটি-সবজির গাড়িতে কোনো দলীয় চিহ্নও নেই। কিন্তু বিজেপি ও কংগ্রেস যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে রুটি-সবজির গাড়ির বিষয়ে অভিযোগ জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই গাড়ি বন্ধ থাকছে। ভোট পর্যন্ত ছয়দিনের জন্য রুটি-সবজির গাড়ি বন্ধ থাকবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই খাবারের গাড়ি চালু থাকবে।”

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Suffering from stomach problems during menstruation

ঋতুস্রাব চলাকালীন গাঁটে গাঁটে যন্ত্রণা হয়? জেনে নিন এর থেকে মুক্তির উপায়…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাব শুরু হলে অনেক মহিলাই শরীরের গাঁটে গাঁটে ব্যথা অনুভব করেন। যেমন কোমর, হাঁটু কিংবা পায়ের গোছের ব্যথা বেড়ে যায়...

Iran | রাইসির মৃত্যুতে শোকপালন ইরানে, শেষকৃত্যে যোগ দেবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) শেষকৃত্যে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। বুধবার রাইসি, বিদেশমন্ত্রী হোসেন...

Calcutta High Court | ২০১০ থেকে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল, ভোটের মাঝেই বড়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগে ফের ধাক্কা রাজ্য সরকারের। পদ্ধতিগত ত্রুটির কারণে ২০১০ সাল থেকে রাজ্য সরকারের জারি করা সমস্ত রকম ওবিসি সংশাপত্র বাতিল...
Residents of Kamarpara suffer due to slight rain

Balurghat | রাস্তা না নর্দমা বোঝা মুশকিল, সামান্য বৃষ্টিতে সমস্যায় কামারপাড়াবাসী

0
বালুরঘাট: দূর থেকে বোঝার উপায় নেই চলাচলের রাস্তা না নর্দমা। চলাচলের একমাত্র রাস্তায় জমে হাঁটুজল। একটু বৃষ্টি(Rain) হলেই দীর্ঘদিন ধরে দুর্ভোগ কাটাতে হয় গ্রামবাসীদের।...
minor died while building the Chhat Ghat

Four Teen Drowned | বাঁধের ধারে পিকনিকে গিয়ে বিপত্তি, সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে বাঁধের ধারে পিকনিকে গিয়ে ঘটল অঘটন। সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল চার কিশোরের। মঙ্গলবার মহারাষ্ট্রের নাসিক...

Most Popular