Saturday, May 4, 2024
HomeBreaking Newsমস্কো দখল অভিযানে আকস্মিক বিরতি, ‘রক্তপাত এড়াতে’ই স্থগিত ঘোষণা ওয়াগনার বাহিনীর    

মস্কো দখল অভিযানে আকস্মিক বিরতি, ‘রক্তপাত এড়াতে’ই স্থগিত ঘোষণা ওয়াগনার বাহিনীর    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় ১৪ মাস ধরে ইউক্রেনে ধুঁকছে পুতিনের সেনা। আর এরই মাঝে রাশিয়ায় তৈরি হয়ে গিয়েছে গৃহযুদ্ধের পরিস্থিতি। একদা ক্রেমলিন ঘনিষ্ঠ ওয়াগনার গোষ্ঠীই রুশ সেনার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছে। ইতিমধ্যেই দক্ষিণ রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরে সেনার সদর দপ্তর দখল করেছে ওয়াগনার গোষ্ঠী। এরপরই মস্কো দখলের লক্ষ্যে ওয়াগনার বাহিনী অভিযান শুরুর পরই আকস্মিক বিরতি দেয় ইয়েভজেনি প্রিগোজিনের ভাড়াটে সেনাবাহিনী। কারণ হিসাবে জানানো হল, রক্তপাত এড়াতেই আপাতত মস্কো অভিযান স্থগিত।

পুতিন সরকার কাঠগড়ায় দাঁড় করিয়েছে একদা ক্রেমলিন ঘনিষ্ঠ ওয়াগনার গোষ্ঠীকে। মামলা রুজু করা হয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। ওয়াগনার গোষ্ঠী ও পুতিন গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার রাশিয়ার রাজধানী মস্কো দখলের উদ্দেশে লিপেৎস্ক থেকে ২০০ কিলোমিটার এগিয়েও আচমকা থমকে গেল ইয়েভজেনি প্রিগোজিনের ভাড়াটে সেনাবাহিনী। কারণ হিসাবে ভাড়াটে সেনাবাহিনীর প্রধান প্রিগোজিন জানিয়েছেন, রক্তপাত এড়াতেই মস্কো দখলের পরিকল্পনা বাতিল করা হয়েছে। বিবিসি সূত্রে দাবি করা হয়েছে, বেলারুসের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এ বিষয় নিয়ে কথা হয় ভাড়াটে সেনাবাহিনীর প্রধান প্রিগোজিনের। তার পরেই প্রিগোজিন মস্কোর দিকে ধাবমান সেনাকে ফিরে আসার নির্দেশ দেন।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নিয়ে প্রায় ২০ হাজার ওয়াগনার যোদ্ধা মস্কো দখলের অভিযানে নেমেছিল। তাদের রুখতে রুশ ‘চপার’ (যুদ্ধ হেলিকপ্টার) ধারাবাহিক আক্রমণ চালাচ্ছিল। এমনকি, ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি সত্ত্বেও আকাশপথে হামলা চালানো হয়। এদিন যখন রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগিয়ে আসছিল প্রিগোজিনের ভাড়াটে বাহিনী, এই পরিস্থিতিতে বাসিন্দাদের শহরে ঘুরে বেড়ানোর বিষয়ে সতর্ক করছিলেন মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন। তিনি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ‘‘পরিস্থিতি কঠিন। আমি বলব, যতটা সম্ভব শহরে ঘুরে বেড়ানো বন্ধ করুন।’’ তিনি এ-ও জানিয়েছিলেন, শহরের বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। রাশিয়ার রোস্টভ শহর দখল করেছে ওয়াগনার যোদ্ধারা।  ইউক্রেন সংলগ্ন দক্ষিণ রাশিয়ার রোস্টভ অঞ্চলের গভর্নরও বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু ভারতীয় সময় মধ্যরাতেই নাটকীয় পালাবদল! প্রেসিডেন্ট পুতিন শনিবার জাতির উদ্দেশে ভাষণে বলেন, ‘‘বিশ্বাসঘাতকেরা সমুচিত জবাব পাবে।’’ প্রিগোজিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

video-of-sandeshkhali

Sandeshkhali Viral Video | সন্দেশখালিকাণ্ড সম্পূর্ণ সাজানো! ‘বিজেপি নেতার’ ভিডিও ঘিরে তোলপাড়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সম্পূর্ণ সাজানো! গোপন ক্যামেরায় তোলা ভিডিওতে স্থানীয় এক বিজেপি (BJP) নেতাকে এমনই বলতে শোনা...

Prajwal Revanna | যৌন কেলেঙ্কারি মামলায় দেবগৌড়ার নাতির বিরুদ্ধে দ্বিতীয় লুকআউট নোটিশ জারি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারি মামলায় আরও বিপাকে পড়লেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পরিবার। এর আগে দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) বিরুদ্ধে...

Salkumarhat | রাভাবস্তিতে ব্যতিক্রমী উদ্যোগ, এবার বনকর্মীদের নজরে পড়াশোনা

0
শালকুমারহাট: রাত সাড়ে আটটা। রাস্তার মোড়ে আড্ডায় বসে তিন-চারজন কিশোর। রাভাবস্তিতে এমন ছবি দেখে অভ্যস্ত শালকুমারহাট (Salkumarhat) বিটের বনকর্মীরা। পড়াশোনার সময় ছেলেরা হয় আড্ডা...

TMC BJP Clash| পুকুর কাটা নিয়ে বচসা তৃণমূল-বিজেপির, পুলিশ আসতেই জনশূন্য এলাকা

0
সোনাপুর: পুকুর থেকে মাটি কাটা নিয়ে তৃণমূল বিজেপি কাজিয়া (Tmc-bjp clash)। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার (Alipuduar) ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর শিমলাবাড়ি এলাকায়। স্থানীয়...

Kunal Ghosh | ব্রাত্যর উপস্থিতিতে ডেরেকের সঙ্গে বৈঠক, ‘দলে ছিলাম আছি থাকব’, বললেন কুণাল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তিনদিন আগেই তৃণমূলের সাধারন সম্পাদকের পদ কেড়ে নেওয়া হয়েছিল কুণাল ঘোষের। আর এই ঘটনার পর কুণালের একাধিক বিস্ফোরক মন্তব্যে রীতিমতো...

Most Popular