রায়গঞ্জঃ পা পিছলে জলাশয়ে পড়ে গিয়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচভাঙ্গা গ্রামে। এদিন বাড়ির উঠোনে শিশুটি খেলছিল তার চার বছর বয়সী দিদির সঙ্গে। এদিন শিশুটির মৃত্যু হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দুই ভাইবোন বাড়ির উঠোনে খেলা করছিল। সেই সময় দুজনেই সবার অগোচরে যায় সংলগ্ন জলাশয়ের ধারে। আচমকাই দুই বছরের শিশুটি পা পিছলে জলাশয়ে পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই চার বছরের দিদির চিৎকারে ছুটে আসে পরিবার-পরিজনেরা। এরপরই জলাশয় থেকে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় তার।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম নীলদেব মাহাতো (২) বাড়ি রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচভাঙ্গা গ্রামে। মৃত শিশুর বাবা প্রভাত মাহাতো বলেন, “এই দিন সকালে আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। আমার বাড়ির উঠোনেই আমার বড় মেয়ে ও ছোট ছেলে খেলা করছিল। খেলতে খেলতে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে গিয়ে পা পিছলে পড়ে যায়। মাছ মারার জাল দিয়ে ছেলেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আমার ছেলের। এদিকে ছেলের মৃত্যুতে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা।