কলকাতা: নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তলব পেয়ে শনিবার সকাল ১০টা ৫৮ মিনিটে কলকাতায় সিবিআইয়ের দপ্তরে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সেখানে প্রায় ১০ ঘণ্টা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। রাত ৮টা ৩৮ মিনিটে নিজাম প্যালেস থেকে বের হন অভিষেক। বেরিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। এতে আমারও সময় নষ্ট ও ইডিরও সময় নষ্ট।’ গেরুয়াশিবিরের উদ্দেশ্যে তোপ দেগে তৃণমূল নেতা বলেন, ‘প্রথম থেকে আমাকে টার্গেট করা হয়েছে। ইডি-সিবিআইকে দিয়ে ধমকানোর চেষ্টা হচ্ছে। বিজেপির জন্য এক আইন আমার জন্য অন্য আইন।’
অভিষেকের হুঁশিয়ারি, ‘আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকব। আমরা বশ্যতা স্বীকার করব না। আমাকে ডাকাডাকি বন্ধ করুন। আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে আমায় গ্রেপ্তার করুন।’ অভিষেকের কটাক্ষ, ‘সব চোর, দুর্নীতিগ্রস্ত বিজেপির সম্পদ।’
কয়েকদিন আগেই তৃণমূলের সেকন্ড ইন কমান্ড জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে ফাঁসির মঞ্চ তৈরি রাখতে। এদিনও নিজাম থেকে বেরিয়ে অভিষেক একই কথা বলেন। তাঁর বক্তব্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনজোয়ার দেখে চিন্তিত বিজেপি। এভাবে ডাকাডাকি করে নবজোয়ার কর্মসূচি রোখারই চেষ্টা হচ্ছে। তিনি এও বলেন, ‘পরশু দিন থেকে দশ গুণ বেশি উৎসাহ নিয়ে জনসংযোগ যাত্রা করব।’ সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা দলনেত্রীর বাড়িতে যান অভিষেক। সেখানে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।