Thursday, June 1, 2023
HomeTop Newsতীর ধনুক হাতে পিকেটিং মহিলাদের, আদিবাসী সংগঠনের ডাকা বনধে অচল দক্ষিণ দিনাজপুর...

তীর ধনুক হাতে পিকেটিং মহিলাদের, আদিবাসী সংগঠনের ডাকা বনধে অচল দক্ষিণ দিনাজপুর   

বালুরঘাটঃ দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার সহ একাধিক দাবিতে সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও এদিন সকাল ছয়টা থেকে বনধ পালিত হচ্ছে। বনধের কারণে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস চলাচল করছে না। সরকারি বাসস্ট্যান্ডে বাস দাঁড়িয়ে থাকলেও সেভাবে দেখা নেই যাত্রীদের। বেসরকারি বাস চলাচল না করলেও সকালে সরকারি বাস চলাচল করছে। এদিকে অপ্রীতকর ঘটনা এড়াতে বালুরঘাট শহর জুড়ে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বনধের কারণে নিত্যযাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। যদিও এদিন সকাল ছয়টা থেকে কোন বনধ সমর্থনকারীকে রাস্তায় দেখা যায়নি। বালুরঘাট শহরের বিভিন্ন বাজার ঘাট ও দোকানপাট বন্ধ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে পরিষ্কার হবে বনধের প্রভাব কতটা পড়ল বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে৷ বেসরকারি যানবাহন চলাচল না করলেও হাতে গোনা কিছু টোটো রাস্তায় চলাচল করছে।

অন্যদিকে বেলা বাড়তেই বনধ সফল করতে বালুরঘাটের হিলি মোড় এলাকায় রাস্তায় নামল সমর্থনকারীরা  হিলি মোড় এলাকায় তীর ধনুক নিয়ে সরকারি বাস ও বিভিন্ন যানবাহন আটকানো হয়। এদিন মূলত মহিলারাই তীর ধনুক নিয়ে বনধ সফল করতে রাস্তায় পিকেটিং করে। বালুরঘাটের পাশাপাশি গঙ্গারামপুর, বুনিয়াদপুর, হরিরামপুর, কুশমণ্ডিতেও পিকেটিং করছে বনধ সমর্থনকারীরা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে বালুরঘাট হিলি মোড় চত্বরে। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও সাধারন মানুষের সহযোগিতায় সকাল থেকে বনধ সফল হয়েছে বলে দাবি করেছেন আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা নেতা বিক্রম মুর্মু।

দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তের গ্রেপ্তার সহ একাধিক দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বনধে গঙ্গারামপুরে প্রভাব পড়ল। সোমবার সকাল থেকেই গঙ্গারামপুর শহরের চৌপথিতে পিকেটিং করতে দেখা যায় আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মীদের। বনধের কারণে এদিন সকাল থেকে শহরের বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট, চিত্তরঞ্জন সবজি মার্কেট, বড়বাজার, বাসস্ট্যান্ড, নিউমার্কেট, কালিতলা সহ বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ ছিল। সরকারি, বেসরকারি বাস, লরি, অটো, টোটো চলাচল করতে দেখা যায়নি। হাঁটা পথে অনেকেই গন্তব্য স্থলে পৌছান। আদিবাসী সেঙ্গেল অভিযানের বনধকে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেকারণে সকাল থেকেই গঙ্গারামপুর শহর সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments