কলকাতা: কলকাতায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ রাঘব চাড্ডা সহ অন্যরা। মঙ্গলবার বিকেল ৩টে ১৪ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোন তাঁরা।
বিমানবন্দর থেকে আপ নেতারা সোজা পৌঁছে যান নবান্নে। কেজরিওয়াল সহ অন্যদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, নবান্নে তিন মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছেন। সেখানে বিজেপি বিরোধী মহাজোট নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান দিতেই এই বৈঠক। মমতার সঙ্গে বৈঠক শেষে এদিন বিকেল ৫টা নাগাদ দিল্লির বিমান ধরার কথা আপ নেতাদের।