উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ-বুকের উপরে, দু’পাশে ছড়িয়ে রয়েছে পাঁচশো টাকার নোট। এই অবস্থাতেই বিছানায় শুয়ে সুখনিদ্রায় অসমের এক নেতা। সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে অসম (Assam) সহ দেশের রাজনৈতিক মহলে। বিতর্কিত ওই নেতার নাম বেঞ্জামিন বসুমাতারি (Benjamin Basumatary)। তিনি বিজেপির (BJP) শরিক দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারালের (UPPL) প্রাক্তন নেতা। অসমের উদালগিরি গ্রামের উন্নয়ন কমিটির চেয়ারম্যান পদেও ছিলেন বেঞ্জামিন। সেই সময় তাঁর নাম জড়িয়েছিল একাধিক দুর্নীতিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে গ্রামীণ নানা ক্ষেত্রে নিয়োগেও দরিদ্রদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শেষ পর্যন্ত চলতি বছর জানুয়ারিতে দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।
বেঞ্জামিনের ছবি ভাইরাল হতেই সমালোচনার হাত থেকে রেহাই পায়নি তাঁর দলও। কিন্তু দলের প্রধান প্রমোদ বোরো জানিয়েছেন, ‘দলের সঙ্গে বেঞ্জামিন বসুমাতারির এখন কোনও সম্পর্ক নেই। গত ১০ জানুয়ারি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। গ্রামের উন্নয়ন কমিটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তাই সকলের কাছে অনুরোধ, বেঞ্জামিনের এই ছবির সঙ্গে দলের নাম জড়াবেন না।’ যদিও বেঞ্জামিন দাবি করেছেন, ওই ছবি ৫ বছর আগেকার। বিরোধী দল ইচ্ছাকৃত ভাবেই পুরোনো ছবি ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।