Monday, April 29, 2024
HomeTop NewsHimachal Pradesh | ক্রস ভোটিংয়ের জের! ছয় বিধায়কের পদ খারিজ হিমাচল প্রদেশে

Himachal Pradesh | ক্রস ভোটিংয়ের জের! ছয় বিধায়কের পদ খারিজ হিমাচল প্রদেশে

রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট দিয়েছিলেন তাঁরা। এর জেরেই আজ বিধানসভা  (Assembly) থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে স্পিকার জানিয়েছেন।  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ছয় কংগ্রেস বিধায়ককে (MLA) বৃহস্পতিবার রাজ্য বিধানসভা থেকে বহিষ্কৃত করা হল। রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট দিয়েছিলেন তাঁরা। এর জেরেই আজ বিধানসভা  (Assembly) থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে স্পিকার জানিয়েছেন।

মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে বিজেপিকে ক্রস ভোট দিয়েছিলেন ওই ছয় বিধায়ক। গতকালই তাঁদের বিজেপিশাসিত হরিয়ানায় নিয়ে যান বিজেপি নেতারা। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের বিধানসভায় ওই ছয় বিধায়ক উপস্থিত হন। তাঁদের এই ‘সাহসিকতার’ জন্য বিজেপি বিধায়করা হাততালি দিয়ে অভিনন্দন জানান।

এদিন বিধানসভায় তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti-defection Law) লঙ্ঘনের (Violated) অভিযোগ ওঠে। বিধানসভার স্পিকার কুলদীপ সিং পাঠানিয়া বলেন যে, গতকাল ফিনান্স বিল নিয়ে সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় হুইপ জারি করা হয়েছিল। তা অমান্য করেছেন ওই ছয় বিধায়ক। একারণেই তাঁদের বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত বিধায়করা হলেন রাজিন্দর রানা, সুধীর শর্মা, ইন্দর দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুটু, রবি ঠাকুর ও চেতন্য শর্মা।

ছয়জন বহিষ্কৃত বিধায়ক বাদে ৬২ সদস্যের হিমাচল বিধানসভায় বর্তমানে ৩৪ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন। এবিষয়ে প্রিয়াংকা গান্ধি ভদরা তাঁর এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘গণতন্ত্রে (Democracy), জনগণের তাঁদের পছন্দের সরকার বেছে নেওয়ার অধিকার রয়েছে। হিমাচল প্রদেশের জনগণ এই অধিকার ব্যবহার করে, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস সরকার গঠন করেছে। কিন্তু বিজেপি অর্থশক্তির অপব্যবহার করে জনগণের এই অধিকারকে চূর্ণ করতে চাইছে।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rachna Banerjee | সংসার হয়নি প্রবালের সঙ্গে, ‘ভালো বন্ধু’ হয়ে রচনার মনোনয়নে দেখা মিলল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাগজে কলমে তাঁরা ডিভোর্সি নন, অথচ থাকেন আলাদা। তবুও তাঁরা ভালো বন্ধু। তাঁদের ‘বন্ধুত্ব’ যে কতটা অটুট তা দেখল গোটা...

পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে মিলবে টাকা, গুজব ছড়াতেই আসরে দালালচক্র

0
রায়গঞ্জ: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট খুললেই মিলবে মোদির টাকা। এমন গুজবে রায়গঞ্জ জেলা ডাকঘরের সামনে মধ্যরাত থেকে ভিড় জমান অগণিত পুরুষ ও মহিলা।...

Murder Case | পারিবারিক অশান্তির জের, ছেলের হাতে খুন মা!

0
অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: পারিবারিক বিবাদের জেরে ছেলের হাতে খুন হলেন মা (Murder Case)। ঘটনাটি ঘটেছে বংশীহারী (Banshihari) থানার গৌরীপাড়া এলাকায়। মৃতার নাম সভিয়া রবিদাস...

পাম্প হাউস থাকলেও পৌঁছোচ্ছে না জল, ক্ষোভ বাসিন্দাদের

0
নাগরাকাটা: গ্রামে পাম্প হাউস থাকলেও জল পৌঁছোয় না একাধিক এলাকায়। ক্ষোভে এলাকার বাসিন্দারা সেই পাম্প হাউসে দু’দিন ধরে তালা ঝুলিয়ে রাখলেন। এর ফলে বিড়ম্বনা...

একমাত্র চিকিৎসক ছুটিতে, বন্ধ প্রাণী স্বাস্থ্যকেন্দ্র

0
রাঙ্গালিবাজনা: মাত্র একজন চিকিৎসকই ভরসা। নেই কোনও সহকারী। চিকিৎসক ছুটিতে গেলে বন্ধ থাকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ির ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র। সম্প্রতি দু'সপ্তাহের...

Most Popular