আলিপুরদুয়ার: চাকরি দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। শুক্রবার আলিপুরদুয়ারে মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে মনোজ বলেন, ‘টাকার বিনিময়ে কালচিনিতে এক পরিবারের ৫-৬ জনের চাকরি হয়েছে। আলিপুরদুয়ারের শাসকদলের বিভিন্ন নেতাদের আত্মীয়-স্বজনদের টাকার বিনিময়ে চাকরি হয়েছিল। তাই তাঁদের চাকরি চলে গিয়েছে। একজন শিক্ষক হিসেবে আমি নিজে লজ্জিত।’ বিধায়কের কথায়, ‘পরীক্ষায় যে বসেননি তাঁরও চাকরি হয়েছে। যে পরীক্ষায় সাদা খাতা জমা করেছেন তাঁরও চাকরি হয়েছে। আজকের রাজ্যের শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সেটা সাধারণ মানুষও জানতে পারছেন।’
মনোজ টিগ্গা বলেন, ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান এমনই যে ভিনরাজ্য থেকে আমাদের আইএস-আইপিএসদের আমদানি করতে হচ্ছে। আদালত যাঁদের চাকরি বাতিল করেছে, শাসকদল তাঁদের পাশেই দাঁড়াচ্ছে। কারণ শাসকদলের যে নেতারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, সেই নেতাদের বাড়িতে চাকরি হারানো শিক্ষকরা বিক্ষোভ করতে পারেন। সেই ভয়ে তারা পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে।’
এগরার বিস্ফোরণকাণ্ড প্রসঙ্গে মনোজ বলেন, ‘অনেক আগেই বিস্ফোরণকাণ্ড নিয়ে সরকার সতর্ক হলে এতগুলো নিরীহ প্রাণ চলে যেত না। রাজ্য সরকারটাই দাঁড়িয়ে রয়েছে বোমা-বন্দুকের ওপর ভর করে। এই পরিস্থিতিটা সাধারণ মানুষও বুঝতে পারছেন। শাসকদলের নেতারাও বুঝতে পারছেন যে নিরপেক্ষ পঞ্চায়েত ভোট হলে তাঁদের পরাজয় নিশ্চিত। তাই তারা বিরোধীদের ওপর বোমাবাজি করতেও ছাড়ছে না।’