নিউজ ব্যুরো: মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশে ৩৯৬টি জনসভা করবে বিজেপি। এমনটাই খবর পদ্মশিবির সূত্রের। এর সূচনা করবেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বছর দেশে লোকসভা নির্বাচন। তার আগে সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিরাট ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোটের আগে দক্ষিণের রাজ্যটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একের পর এক জনসভা করলেও তা কাজে দেয়নি।
কর্ণাটকে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। কংগ্রেস যেখানে ১৩৬টি আসনে জয় পেয়েছে। সেখানে বিজেপি জিতেছে মাত্র ৬৫টিতে। লোকসভা ভোটের কথা ভেবে দলের ভাবমূর্তি ফেরাতে এবার অন্য রণকৌশল নিতে চলেছে পদ্মশিবির। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে মোদি সরকারের নবম বর্ষপূর্তিকে। এই উপলক্ষ্যে সারা দেশে একমাস ধরে আয়োজিত হবে ৩৯৬টি জনসভা। ৩০ মে থেকে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। এতে কেন্দ্রের নানা সাফল্যের পাশাপাশি জনকল্যাণকর প্রকল্পের কথা তুলে ধরা হবে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, টানা এক মাস ধরে চলবে প্রচার কর্মসূচি। দেশের ৩৯৬টি লোকসভা আসনে জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় স্তরের নেতারা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ মে এই প্রচার কর্মসূচির সূচনা করবেন। সেই সঙ্গে ওই দিন একটি সমাবেশেও যোগ দেবেন তিনি।