উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবার সঙ্গীতের মূর্চ্ছনায় ভাসতে চলেছে শিলিগুড়ি। অ্যাডিকশন ইভেন্ট অরগানাইজেশন কোম্পানির উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হতে চলেছে ‘পিন্দারে পলাশে’। এই অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার, গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। এছাড়া সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন আরজে সায়ন ঘোষ। আগামী ২৬ মে শিলিগুড়ির কেন্দ্রে বাঘাযতীন পার্কে অনুষ্ঠানটি হবে।
অনুষ্ঠানে দর্শকদের জন্য চারটি রো তৈরি করা হয়েছে। সেগুলিই যথাক্রমে নৌকা, যা পাখি, জল ফড়িং, স্বাধীনতা। প্রত্যেকটি রো-এর টিকিটের মূল্য আলাদা। টিকিটের মূল্য যথাক্রমে, নৌকা- ২৯৯ টাকা, যা পাখি- ৪৯৯ টাকা, জল ফড়িং- ৬৯৯ টাকা, স্বাধীনতা-৯৯৯ টাকা। বাঘাযতীন পার্কের আশেপাশের স্টলে টিকিট পাওয়া যাবে। অনুরাগীরা সহজেই টিকিট সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।