Monday, January 13, 2025
HomeBreaking Newsএগরাকাণ্ড: বাজি ব্যবসায়ীর ভাই বাদে বিজেপির তরফে গ্রামাবাসীকে আর্থিক সাহায্যের আশ্বাস শুভেন্দুর

এগরাকাণ্ড: বাজি ব্যবসায়ীর ভাই বাদে বিজেপির তরফে গ্রামাবাসীকে আর্থিক সাহায্যের আশ্বাস শুভেন্দুর

কলকাতা: মঙ্গলবার এগরায় বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। বুধবার বিস্ফোরণস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এদিন মুখ্যমন্ত্রী ও পুলিশকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। প্রশ্ন তোলেন, আর্থিক সাহায্য নিয়েও। অভিযুক্ত কৃষ্ণপদ বাগের ভাই বাদে গ্রামের সবাইকে বিজেপির তরফে আর্থিক সাহায্যের আশ্বাস দেন শুভেন্দু। পাশাপাশি তিনি এও জানান, এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিন শুভেন্দু বলেন, ‘আমি এনআইএ তদন্তের দাবিতে আদালতে গিয়েছি। এর শেষ দেখব। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।’ সরকারে দেওয়া আর্থিক সাহায্যের বিরোধীতা করে শুভেন্দু জানান, ওই টাকা বিপর্যয় মোকাবিলা দপ্তরের। তৃণমূলের পার্টি অফিস থেকে এই টাকা দেওয়া হলে কেউ যেন না নেন, সেকথাও বলেন তিনি। এদিন শুভেন্দুকে পালটা দিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর তরফে যা করার তাই করেছেন। এনআইএ তদন্তে যে সমস্যা নেই, সেই অবস্থানওতো স্পষ্ট করেছেন তিনি। বিরোধী দলনেতা জনবিচ্ছিন্ন, তাই এসব করে প্রচারে আসতে চাইছেন।’

প্রসঙ্গত, গতকাল দুপুরে তীব্র বিস্ফোরণ হয় পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে। এলাকার একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এলাকার রাস্তায় ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকেরই অনুমান, ওই কারখানায় বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হত। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

এদিন এগরায় পৌঁছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানার ছাদ থেকে গোটা এলাকা পরিদর্শন করেন শুভেন্দু। এরপর চলে যান, কারখানার ২০০ মিটার দূরে জনবসতিপূর্ণ এলাকায়। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা। কড়া ভাষায় আক্রমণ করেন পুলিশকেও।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

The Saline Controversy | দুই জেলায় বন্ধ নিষিদ্ধ স্যালাইন, বিতর্কে জড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের...

0
বিশ্বজিৎ সরকার ও সৌরভ মিশ্র, রায়গঞ্জ ও হরিশ্চন্দ্রপুর: উত্তরবঙ্গ সংবাদের খবরের জেরে বদলে ফেলা হল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের কালো তালিকাভুক্ত...
Accident

Accident | ট্রাক-টেম্পোর সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৮ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ৮ জনের। আহত বেশ কয়েকজন। রবিবার দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিক (Nashik) জেলায় দোয়ারকা সার্কেলে। পুলিশ...

Babla Murder Case | স্মরণসভায় গরহাজির তৃণমূলের বড় নেতারা, হতাশ বাবলা অনুগামীরা

0
কল্লোল মজুমদার ও জসিমুদ্দিন আহম্মদ, মালদা: সদ্য নিহত বাবলা সরকারের স্মরণসভায় আসবেন সুব্রত বক্সী। এমনটাই দাবি ছিল দলের। তিনি আসেননি। পরিবর্তে তাঁর লিখিত বক্তব্য...

Gangasagar Mela 2025 | গঙ্গাসাগরে পুণ্যার্থীর অস্বাভাবিক মৃত্যু, অসুস্থ আরও ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela 2025) পুণ্যার্থীর অস্বাভাবিক মৃত্যু। অসুস্থ হয়ে পড়েন আরও ৩ জন। মৃতের নাম, অবধেশ তেওয়ারি। তিনি উত্তরপ্রদেশের...

Mahakumbha Mela | মহাকুম্ভে যাওয়ার স্পেশাল ট্রেনে পড়ল পাথর, ভাঙল জানালার কাচ,  আতঙ্কে পুণ্যার্থীরা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মহাকুম্ভে যাওয়ার স্পেশাল ট্রেনে ছোঁড়া হল পাথর। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত ট্রেনের এসি কামরার জানালার কাচ। ট্রেনটি সুরাট থেকে যাচ্ছিল প্রয়াগরাজে।...

Most Popular