উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্মীয়মাণ বহুতল ভেঙে (Building Collapsed in Kolkata) মৃত্যু হল ২ জনের। আহত (Injured) বেশ কয়েকজন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে কলকাতার (Kolkata) গার্ডেনরিচে। মৃত দু’জনই মহিলা। তাঁরা হলেন, সামা বেগম ও হাসিনা খাতুন। রাতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়েছিলেন। হঠাৎই বিকট শব্দে সবার ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন সকলে। দেখতে পান ধুলোয় ভরে গিয়েছে চারিদিক। ধ্বংসস্তূপের আকারে পড়ে থাকতে দেখা যায় নির্মীয়মাণ বহুতলটিকে। এদিকে লালবাজার সূত্রে খবর, রাত ১২টা দুর্ঘটনার খবর পায় পুলিশ। এরপরই দ্রুত ব্য়বস্থা নেওয়া হয় পুলিশের তরফে। যদিও ঘটনাস্থলে ঢোকার রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছোতে বেশকিছুটা সময় লেগে যায় বলে জানা গিয়েছে। এনডিআরএফের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। ইতিমধ্যে আহতদের বেশ কয়েকজনকে স্থানীয় নার্সিংহোম ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা দেওয়া হবে। ভেঙে পড়া বাড়িটি ‘অবৈধ’ বলে জানিয়েছেন মেয়র। আইন অনুযায়ী যা করণীয় করা হবে বলেও জানান ফিরহাদ। বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
A 5 storey building (illegally constructed) has collapsed at Hazari Mollah Bagan; Garden Reach; Metiabruz, KMC Ward No. 134.
This particular area falls under the so called ‘citadel’ of Hon’ble Mayor of Kolkata and Municipal Affairs Minister.I urge @chief_west, Secretary… pic.twitter.com/tLvRD9QpmN
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 17, 2024