জঙ্গিপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সূত্রের খবর, আগামী সপ্তাহে কলকাতায় আসছেন বাম সমর্থিত এই কংগ্রেস বিধায়ক। সেসময় এলাকার উন্নয়নের বিষয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান বায়রন। আর এনিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। যদিও দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন বায়রন।
‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে বর্তমানে মুর্শিদাবাদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদের জনসভা থেকে সাগরদিঘির প্রসঙ্গ তোলেন তিনি। বিধায়ক বায়রন বিশ্বাসের উদ্দেশে অভিষেক বলেছিলেন, ‘সাগরদিঘির উন্নয়ন চায় রাজ্য সরকার। কাজ করতে গিয়ে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুক বায়রন।’ ওই পরামর্শের জন্য অভিষেককে ধন্যবাদ জানিয়ে রবিবার বায়রন বলেছেন, ‘ওঁর মুখ থেকে এই কথা শুনে খুবই ভালো লাগল। বেশ নিরপেক্ষভাবে উনি ওই কথাটি বলেছেন। আমি অবশ্যই যাব।’
এদিন কংগ্রেস বিধায়ক বলেন ‘প্রদেশ কংগ্রেসের বৈঠকে যোগ দিতে ১১ মে কলকাতায় যাচ্ছি। অনুমতি পেলে সেই সময়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করব। বিধায়ক হয়েছি অনেকদিন হয়ে গেল। কিন্তু এলাকায় উন্নয়নের কাজ শুরু করতে পারিনি। তাই সেই কাজের জন্যই মুখ্যমন্ত্রীর কাছে যাব।’
এখন প্রশ্ন উঠছে, কংগ্রেস বিধায়ককে কি কাছে টানার চেষ্টা করছে তৃণমূল? দলবদলের প্রথম ধাপ হিসেবেই কি মমতার সঙ্গে দেখা করতে চাইছেন বায়রন? যদিও সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন বায়রন। তিনি স্পষ্ট বলেছেন, ‘দলবদলের কোনও প্রশ্নই ওঠে না।’