রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

‘ভাঁড়ারে টান রয়েছে’, চাঁচলকে পুরসভা করতে নীহারের আর্জি খারিজ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট:

চাঁচল: এ যেন স্বপ্নভঙ্গ! দীর্ঘ দুই দশক ধরে পুরসভার দাবি জানিয়ে এসেছে চাঁচলবাসী। বাম আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চাঁচলে এসে পুরসভা করার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বাম জামানা পেরিয়ে তৃণমূলের জামানাতেও চাঁচলকে আরেকবার পুরসভা করার কথা ঘোষণা করা হয়। কিন্তু তারপরও পুরসভা হয়নি। পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা সদর যেখানে পুরসভা নেই। ২০২১ বিধানসভা ভোটের প্রাক্কালে চাঁচলে এসে ফের আরেকবার পুরসভার প্রতিশ্রুতি দিয়ে যান মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেছিলেন, ‘শুধুমাত্র রাজ্যপালের স্বাক্ষর বাকি রয়েছে।’ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল। চাঁচলবাসী ভেবেছিলেন এবার হয়তো অপেক্ষার অবসান হবে। কিন্তু তাঁদের সেই আশায় জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর কাছে পুরসভার আর্জি জানান চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, এখন পুরসভা করা সম্ভব নয়। কারণ ভাঁড়ারে টান রয়েছে। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য সামনে আসার পরই হতাশ চাঁচলবাসী।

চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক জনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন তহবিলে টাকা নেই। এদিকে তাঁর ভাইপোর নবজোয়ার কর্মসূচিতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এটা চাঁচলের মানুষের সঙ্গে প্রতারণা করা হল। কংগ্রেস এর প্রতিবাদে পথে নামবে।’ তৃণমূলের জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম বলেন, ‘দিদি বলেছেন ফান্ড নিয়ে সমস্যা। এখন হবে না। পরে অবশ্যই হবে। আর আমি জেলা পরিষদের মাধ্যমে সব উন্নয়ন চাঁচলে পৌঁছে দিয়েছি। আশা করি পুরসভা নেই বলে সেরকম সমস্যা হবে না।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Kaliachak | কালভার্ট আছে, রাস্তা নেই, দুর্ভোগে কৃষকরা

বৈষ্ণবনগর : ২০১৯ সালে সরকারি বরাদ্দে কালভার্ট তৈরি করা হয়েছিল...

BALURGHAT | বাবা-মাকে পিটিয়ে ঘরছাড়া করল ছেলে! নেশার টাকা না পেয়ে তাণ্ডব

সুবীর মহন্ত, বালুরঘাট : নেশার টাকা না পেয়ে অসুস্থ বাবা-মাকে...

Kaliaganj Municipality | পদত্যাগ নিয়ে কালিয়াগঞ্জ পুরসভায় ডামাডোল

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ : দলীয় নির্দেশের খামখেয়ালিপনায় কালিয়াগঞ্জ পুরসভার (Kaliaganj...

Humayun Kabir | বিচ্ছেদ হচ্ছেই, নতুন দল গড়বেন হুমায়ুন

পরাগ মজুমদার, বহরমপুর : আগেই ইঙ্গিত মিলছিল। অবশেষে শনিবার...