করণদিঘি: মোবাইল ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ব্যক্তি! উত্তেজিত জনতা তাকে তুলে দেয় পুলিশের হাতে। বৃহস্পতিবার করণদিঘি থানার অন্তর্গত বিলাসপুর বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। ধৃতের নাম, রাজকুমার রায় (৩৩)। বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার তেলতা এলাকায়। স্থানীয় বাসিন্দা আক্রামুল হক জানান, এক যুবক মোবাইলে কথা বলছিলেন। সেইসময় তার হাত থেকে মোবাইল কেড়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন তাকে। চলে গণধোলাই। খবর দেওয়া হয় করণদিঘি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। করণদিঘি থানার আইসি পলাশ মোহন্ত জানান, আগামীকাল ওই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে।
মোবাইল ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল ছিনতাইবাজ! করণদিঘিতে গ্রেপ্তার ব্যক্তি
শেষ আপডেট: