Friday, May 3, 2024
HomeExclusiveCooch Behar | ফেব্রুয়ারিতে মা হয়েছে ২২৪ নাবালিকা

Cooch Behar | ফেব্রুয়ারিতে মা হয়েছে ২২৪ নাবালিকা

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: সদ্যই চারিদিকে ঘটা করে নারী দিবস পালিত হয়েছে। সর্বত্রই নারীদের জয়জয়কার। মন ভালো হবেই হবে। উলটোদিকে কিন্তু তাঁদের নিয়ে কোচবিহারের (Cooch Behar) একটি তথ্য মন খুব খারাপ করে দেবে। দিনহাটা মহকুমা হাসপাতাল সূত্রে খবর, গত ফেব্রুয়ারিতে এই হাসপাতালে ৪৯৭ জন সন্তান প্রসব করেছেন। এঁদের মধ্যে ২২৪ জন নাবালিকা রয়েছে। এদের বয়স ১৩–১৬ বছর। সংশ্লিষ্ট মহল তো বটেই, কী কারণে এমনটা হচ্ছে তা ভেবে প্রশাসনও উদ্বিগ্ন।

দিনহাটা মহকুমা হাসপাতালের (Dinhata Sub Divisional Hospital) স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ বিসি বর্মা বলেন, ‘নাবালিকারা মা হওয়ায় তাদের মধ্যে প্রসবকালীন জটিলতা বৃদ্ধির পাশাপাশি প্রসবকালীন মৃত্যুর আশঙ্কাও থাকছে। এছাড়া, কম ওজন হওয়ার কারণে সদ্যোজাতরা নানা সমস্যায় ভুগছে।’ হাসপাতাল সুপার রণজিৎ মণ্ডলের কথায়, ‘গত কয়েক মাস ধরেই আমাদের চিকিৎসকরা এই প্রবণতা লক্ষ করছিলেন। গোটা বিষয়টি খতিয়ে দেখতে টিনএজ প্রেগন্যান্সি সংক্রান্ত আলাদা রেজিস্টার চালুর সিদ্ধান্ত হয়। তারপরই গোটা ছবি আমাদের সামনে পরিষ্কার হয়। সবকিছু বিস্তারিতভাবে জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। পাশাপাশি, এই সমস্যার বিষয়ে সবাইকে সচেতন করতে আমাদের চিকিৎসক ও নার্সরা সচেতনতামূলক ভূমিকা নিয়েছেন।’ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমেই সমস্যা মিটবে বলে কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত বিশ্বাসও মনে করছেন। তাঁর কথায়, ‘এই সমস্যার বিষয়ে নিয়মিতভাবে বিএমওএইচদের নিয়ে বৈঠক চলছে। পাশাপাশি, আশাকর্মীদের নিয়ে তৃণমূল স্তরে প্রচারও চালানো হচ্ছে।’

কী কারণে এই সমস্যা? দেখা যাচ্ছে, দিনহাটার (Dinhata) বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে দিল্লি, বেঙ্গালুরুতে কাজে যাচ্ছেন। পরিবার নিয়ে সেখানে গেলেও অনেকেই তার আগে পরিবারের নাবালিকাদের বিয়ে দিয়ে দিচ্ছেন। করোনার কোপে পরিবারের অর্থনৈতিক সংকট বৃদ্ধির কারণেও অনেক পরিবারে নাবালিকাদের বিয়ের প্রবণতা বেড়েছে। পুঁটিমারি-২ গ্রাম পঞ্চায়েতে সদ্য মা হওয়া এমন দুই নাবালিকার বক্তব্যে এই যন্ত্রণা পরিষ্কার, ‘আমাদের দুজনের বাবাই পরিযায়ী শ্রমিক। পরিবারে আমরা তিন বোন। টাকাপয়সার সমস্যার কারণে বাবারা আগেভাগেই আমাদের বিয়ে দিয়ে দিয়েছেন।’ সমস্যা মেটাতে আশাকর্মীদের নিয়ে আলোচনায় বসার পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলিতে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে বলে দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর জানিয়েছেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
Weather Report | ঘনাচ্ছে বজ্রগর্ভ মেঘ, কোন কোন জেলায় বৃষ্টি? উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে চাতক পাখির মতো সাধারণ মানুষ চেয়ে রয়েছেন আকাশের দিকে।...

CV Ananda Bose | রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ করা হল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। রাজভবন চত্বরে পুলিশেরও প্রবেশ নিষিদ্ধ করেছেন রাজ্যপাল (Bengal...

Josh Baker | মাত্র ২০-তেই প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনার জশ বেকার। ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর...

Rahul Gandhi | সনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ছেড়ে যাওয়া আসন উত্তরপ্রদেশের রায়বরেলি (Raebareli) থেকে লড়বেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। অন্যদিকে আমেথি...

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

0
ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক (Drug recovery) সহ ১ যুবককে গ্রেপ্তার করল ফালাকাটা থানার...

Most Popular