মাথাভাঙ্গা: কিডনি প্রতিস্থাপনের জন্য প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের অনুমোদন পত্র অসুস্থ গৃহবধূর পরিবারের হাতে তুলে দিলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা ১ ব্লকের বাইশগুড়ি গ্রামের বাসিন্দা অমৃতা সরকার কিডনির সমস্যায় ভুগছেন। আর্থিক সংকটের কারণে কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়ে উঠছিল না। বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার বাইশগুড়ি গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর বাড়িতে যান তিনি। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে চিকিৎসা জন্য তিন লক্ষ টাকার অনুমোদন পত্র অমৃতা সরকারের হাতে তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ বিজেপির অন্য নেতারা।
গৃহবধূর স্বামী সুব্রত সরকার বলেন, ‘স্ত্রী অমৃতা সরকারের প্রায় দেড় বছর আগে কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার দেখানোর পর দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছে জানতে পারি। তারপর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের কথা বলেন এবং বর্তমানে ডায়ালিসিস চলছে। চলতি মাসেই কলকাতায় চিকিৎসা করাতে যাওয়ার কথা। তবে আর্থিক সংকটের কারণে তা হয়ে উঠছিল না।’ এদিন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে টাকা পেয়ে অত্যন্ত খুশি সুব্রত। অন্যদিকে, মন্ত্রী বলেন, ‘অসহায়রা যোগাযোগ করলে সাহায্য করতে এগিয়ে আসব।’