মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

উদ্যোগী নিশীথ, কিডনি প্রতিস্থাপনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে তিন লক্ষ সাহায্য পেলেন কোচবিহারের গৃহবধূ

শেষ আপডেট:

মাথাভাঙ্গা: কিডনি প্রতিস্থাপনের জন্য প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের অনুমোদন পত্র অসুস্থ গৃহবধূর পরিবারের হাতে তুলে দিলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা ১ ব্লকের বাইশগুড়ি গ্রামের বাসিন্দা অমৃতা সরকার কিডনির সমস্যায় ভুগছেন। আর্থিক সংকটের কারণে কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়ে উঠছিল না। বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার বাইশগুড়ি গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর বাড়িতে যান তিনি। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড‌ থেকে চিকিৎসা জন্য তিন লক্ষ টাকার অনুমোদন পত্র অমৃতা সরকারের হাতে তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ বিজেপির অন্য নেতারা।

গৃহবধূর স্বামী সুব্রত সরকার বলেন, ‘স্ত্রী অমৃতা সরকারের প্রায় দেড় বছর আগে কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার দেখানোর পর দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছে জানতে পারি। তারপর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের কথা বলেন এবং বর্তমানে ডায়ালিসিস চলছে। চলতি মাসেই কলকাতায় চিকিৎসা করাতে যাওয়ার কথা। তবে আর্থিক সংকটের কারণে তা হয়ে উঠছিল না।’ এদিন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে টাকা পেয়ে অত্যন্ত খুশি সুব্রত। অন্যদিকে, মন্ত্রী বলেন, ‘অসহায়রা যোগাযোগ করলে সাহায্য করতে এগিয়ে আসব।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Raiganj | কুলিক সেতুতে মরণফাঁদ, দুর্ঘটনার আশঙ্কা  

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রায়গঞ্জের (Raiganj) কুলিক পক্ষীনিবাস সংলগ্ন কুলিক...

Malda | ৬৭ বছরে ষড়ানন কার্তিকপুজো

স্বপনকুমার চক্রবর্তী, হবিবপুর: চারদিকে উৎসবের আমেজ শেষ হলেও মালদা...

TMC Leader Murder Case | তৃণমূল নেতা খুনে অস্বস্তি দলেই, পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার 

হরষিত সিংহ, মালদা: তৃণমূল নেতা খুন কাণ্ডে (TMC Leader...

Bolla Kali | চারদিনের মেলার সমাপ্তি, বিষাদভরা চোখে দেবীর বিসর্জন 

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: চারদিনের উৎসব, ভক্তি ও আনন্দের সমাপ্তি...