Sunday, May 5, 2024
HomeExclusiveCooch Behar | কোচবিহার স্টেডিয়াম এখন অলিখিত গ্যারাজ

Cooch Behar | কোচবিহার স্টেডিয়াম এখন অলিখিত গ্যারাজ

অথচ পুরসভার নিজস্ব গ্যারাজে মাত্র ২৫-৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। বাধ্য হয়ে বাকি গাড়িগুলি কখনও কোচবিহার স্টেডিয়াম, কখনও রাসমেলা মাঠ, কখনও আবার রাস্তার ধারেই রেখে দেওয়া হয়।

শিবশংকর সূত্রধর, কোচবিহার: রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়াম (Stadium) কার্যত পুরসভার অলিখিত গ্যারাজ (Garage) হয়ে উঠেছে। বর্তমানে পুরসভার (Municipality) ৬২টি গাড়ি রয়েছে। এছাড়াও বেশ কিছু জলের ট্যাংক আছে। অথচ পুরসভার নিজস্ব গ্যারাজে মাত্র ২৫-৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। বাধ্য হয়ে বাকি গাড়িগুলি কখনও কোচবিহার স্টেডিয়াম, কখনও রাসমেলা মাঠ, কখনও আবার রাস্তার ধারেই রেখে দেওয়া হয়।

 স্টেডিয়ামে জলের ট্যাংকারগুলি (Tanker) রাখার ফলে সেখানকার খেলাধুলোর পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা। আবার রাস্তার ধারে গাড়ি রাখায় মাঝেমধ্যেই তার যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ খোদ পুরসভারই। সব মিলিয়ে গাড়ি নিয়ে বেজায় সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ। দ্রুত সেই সমস্যা মেটানোর দাবি তুলেছে সাধারণ মানুষ।

চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ‘পুর পরিষেবার জন্য নতুন বেশ কিছু গাড়ি কেনা হয়েছে। তাই গ্যারাজে জায়গার সংকুলান দেখা গিয়েছে। রাস্তায় গাড়ি রাখার জন্য কিছু যন্ত্রাংশও চুরি হয়েছে। জেলা শাসকের সঙ্গে একটি জায়গা নিয়ে কথা হয়েছে। আশা করছি সেটি পাওয়া গেলে সেখানেই গাড়ি রাখা যাবে।’

 পুরসভার গ্যারাজে জায়গার সংকুলানের সমস্যা এই প্রথম নয়। বহুদিন ধরেই এই সমস্যা রয়েছে। কয়েক মাস আগে আবর্জনার গাড়িও স্টেডিয়ামে রাখা হচ্ছিল। তবে খেলোয়ারদের অভিভাবকরা প্রতিবাদ জানালে সেগুলি রাখা বন্ধ হয়। তবে এখন আবর্জনার গাড়ি না থাকলেও জলের ট্যাংক রাখা হচ্ছে। এদিন বিকেলেও সেখানে প্রায় ১০-১২টি ট্যাংক রাখা ছিল। স্টেডিয়ামটির দেখভাল করে জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার সচিব সুব্রত দত্ত বলেছেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি জলের ট্যাংকগুলি সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

কোচবিহার স্টেডিয়ামে গিয়ে দেখা গেল মূল প্রবেশপথের ভিতরে বাঁদিকে ক্যারাটের প্রশিক্ষণ (Training) হচ্ছে। তার পিছনেই সার বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে পুরসভার জলের ট্যাংক। অন্যদিকে মেয়েরা ভলিবলের অনুশীলন করছিলেন। তার পিছনেও বেশ কিছু জলের ট্যাংক দেখা গিয়েছে। কোচবিহারের বাসিন্দা এক অভিভাবক রূপক দেবের কথায়, ‘স্টেডিয়াম খেলাধুলোর জায়গা। এখানে খেলাধুলো বাদে অন্য কোনও কাজে ব্যবহার করা উচিত নয়। জলের ট্যাংকগুলি এখানে না রাখাই ভালো। আশা করি কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দেবে।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | অমিত শায়ের ভিডিও বিকৃতির অভিযোগ, গ্রেপ্তার কংগ্রেস কর্মী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাযের বক্তব্যের একটি ভিডিও বিকৃত করার অভিযোগে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) জাতীয় কোঅর্ডিনেটর (সোশ্যাল মিডিয়া) অরুণ...
mango waffle recipe

ব্রেকফাস্টে নতুনত্ব কিছু চান? বানিয়ে নিন ‘আমের ওয়্যাফল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। তাই শুধু শুধু আম না খেয়ে, পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন দারুন দারুন সব পদ।...

Death Case | স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী স্বামী!

0
কিশনগঞ্জ: এক দম্পতির রহস্যমৃত্যু (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারের (Bihar) পূর্ণিয়ায় (Purnia)। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর স্বামী নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী...

S. Jaishankar | ভারতকে ‘জেনোফোবিক’ আখ্যা মার্কিন প্রেসিডেন্টের, পালটা জবাব জয়শংকরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সহ আরও কিছু দেশকে ‘জেনোফোবিক’ (Xenophobic) বলে আখ্যা দেওয়ার পরদিনই এই বিষয়ে মুখ খুললেন...

Asansol | পুলিশি অভিযানে হোটেল থেকে উদ্ধার তক্ষক, গ্রেপ্তার ৫

0
আসানসোল: অভিযান চালিয়ে একটি হোটেল থেকে বিরল প্রজাতির একটি তক্ষক (Tokay Gecko) উদ্ধার করল আসানসোল (Asansol) দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে...

Most Popular