উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ হয়েও হইল না শেষ। ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে বিতর্ক যেন শেষ হতেই চায় না। ট্রেলার মুক্তির পর থেকেই একের পর বিতর্ক দানা বেঁধেছে। এরপর ছবি মুক্তির পর নানান ধরণের বিতর্ক। ওই ছবির অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেনের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাও সামনে এসেছে। এবার ছবির প্রযোজককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। সম্প্রতি হুমকি প্রসঙ্গে আদা শর্মা বলেন, ‘বারবার হুমকি পাচ্ছেন আমাদের ছবির প্রযোজক। ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। গোটা ঘটনাটাই বেশ ভয়ঙ্কর। তবে সারা বিশ্বে এত ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে একটা অদৃশ্য চাদর রয়েছে চারপাশে। যা আমাকে রক্ষা করছে।’