নয়াদিল্লি: ৮৬ বছরের বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার ঘটনা। মৃতার নাম হাসি সোম। খুনের অভিযোগে ৪৮ বছর বয়সি শর্মিষ্ঠা সোমকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
বহু বছর ধরেই শাশুড়ি এবং পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। পুলিশ সূত্রে খবর, বাড়িতে কাজকর্ম করতেন না, এমনকি রান্নার কাজেও হাত লাগাতেন না, এই অভিযোগে শাশুড়ির ওপর বহুদিন ধরেই রেগে ছিলেন শর্মিষ্ঠা। এই কারণেই শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে অশান্তি লাগে। পুলিশের দাবি, রান্নাঘরের বাসন দিয়েই হাসিকে পিটিয়ে খুন করেন শর্মিষ্ঠা। গত ২৮ এপ্রিল এক ব্যক্তি পুলিশকে খবর দেন, তাঁর বন্ধুর মাকে বাড়িতে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, ২৩ এপ্রিল একটি বাসন নিয়ে হাসির ফ্ল্যাটে প্রবেশ করেন শর্মিষ্ঠা। দুই পক্ষের অশান্তির পর হাসির মাথায় বাসন দিয়েই মারতে শুরু করেন শর্মিষ্ঠা। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখে, ফ্ল্যাট থেকে হাতের বাসনটি পরিষ্কার করতে করতে বেরিয়ে যান শর্মিষ্ঠা। হাসির ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে সেই চাবি নিজের ঘরে নিয়ে চলে যান তিনি। ঘটনার দিন ফ্ল্যাটে শর্মিষ্ঠা এবং তাঁর শাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না বলে পুলিশ সূত্রে খবর। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়, ভারী বাসন দিয়ে বার বার আঘাত করার ফলে ওই বৃদ্ধার মৃত্যু হয়।