দিনহাটা: বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ চালু করা, উত্তরবঙ্গ এক্সপ্রেসের সঙ্গে অতিরিক্ত স্লিপার কোচ চালু করা, রেলে শূন্য পদে কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবিতে দিনহাটা রেলস্টেশন মাস্টারকে স্মারকলিপি দিল সিটুর দিনহাটা মহকুমা সমন্বয় কমিটি। সংগঠনের বক্তব্য, দেশের জাতীয় সম্পদ রেলকে বেসরকারীকরণের উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে, রেলে শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে। এছাড়া যানজট এড়াতে সাহেবগঞ্জ রোড ও বলরামপুর রোড রেল ক্রসিং-এ আন্ডারপাস অবিলম্বে তৈরি করতে হবে। দিল্লীগামী ও ব্যাঙ্গালুরু গামী ট্রেন দিনহাটা স্টেশন থেকে চালানোর ব্যবস্থা করতে হবে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রবীর পাল, জেলা কমিটির সদস্য তাপস চৌধুরী, অভিজিৎ কুন্ডু সহ অন্যান্যরা।