Sunday, April 28, 2024
Homeজাতীয়রাজ্যসভায় বলতে বাধা ডেরেক'কে, গান্ধি মূর্তিতে জানালেন প্রতিবাদ

রাজ্যসভায় বলতে বাধা ডেরেক’কে, গান্ধি মূর্তিতে জানালেন প্রতিবাদ

নয়াদিল্লি: আরও একবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান৷ সোমবার সংবিধানের ৭৫ বছর পূর্তি প্রসঙ্গে তাঁর বক্তব্য রাখার কথা ছিল৷ এই মর্মে তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ হয় ২১ মিনিট, যার মধ্যে দলীয় সাংসদ নাদিমুল হক নাতিদীর্ঘ তিন মিনিটের বক্তব্যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে সরব হন। ডেরেকের জন্য ১৮ মিনিট সময় বরাদ্দ করে রাজ্যসভার সচিবালয়৷ সেই মত সোমবার বিকেলে রাজ্যসভা কক্ষে ডেরেক বক্তব্য রাখা শুরু করার সময়েই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় তাঁকে জানান তাঁর জন্য ১০ মিনিট সময় বরাদ্দ করা হচ্ছে৷ সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদ করেন ডেরেক৷ কিছুটা বাদানুবাদের পরে চেয়ারম্যানের সম্মতিতে বক্তব্য রাখতে শুরু করেন তিনি৷

নিজের বক্তব্যের শুরু থেকেই ডেরেক মোদী সরকারকে আক্রমণ করতে শুরু করেন৷ পুরনো সংসদ ভবন ছেড়ে চিরকালের মত চলে যাওয়ার আগের মুহুর্তে গোটা দেশ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তার প্রেক্ষাপট তুলে ধরে ডেরেক সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী মোদীকে৷ দিন দুয়েক আগেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি এনকাউন্টার চলার সময়ে বীর সেনা জওয়ানদের মৃত্যুর দিনে একটিও প্রতিক্রিয়া জানাননি প্রধানমন্ত্রী৷ সেদিন সন্ধ্যায় তাকে দেখা গিয়েছিল দিল্লিতে দলের সদর দফতরে পুষ্প বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জি-২০ সম্মেলনের সাফল্যের জন্য সতীর্থ কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতাদের হাত থেকে গোলাপের তোড়া নিতে৷ এই ঘটনাকে প্রধানমন্ত্রী ও বিজেপির ছদ্ম জাতীয়তাবাদের নিদর্শন বলে অভিযোগ করেন ডেরেক ও’ব্রায়েন৷

ডেরেক তাঁর ভাষণে প্রথমেই বলেন, ‘আমাকে আমার সেই সংসদ ফিরিয়ে দিন যে সংসদের অবমাননা করা হবে না, যেখানে প্রধানমন্ত্রী এসে জবাব দেবেন সব প্রশ্নের, যেখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হবে, সব জরুরি প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে৷ যেখানে সব সাংসদকে ভোট দিতে দেওয়া হবে অবাধে, কৃষি বিলের মত কন্ঠরোধ করা হবে না৷’ এর পরেই রাজ্যসভার চেয়ারম্যান জানান, ডেরেকের সময়সীমা শেষ করা হচ্ছে৷ বলার সঙ্গে সঙ্গেই এদিনের মত সভার কাজ মুলতুবি করে দেন চেয়ারম্যান৷ গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সংসদের গান্ধি মূর্তির সামনে দাঁড়িয়ে বাকি বক্তব্য শেষ করে প্রতীকী প্রতিবাদ জানান ডেরেক৷

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramayana | রামের বেশে নতুন লুকে রণবীর, সীতার চরিত্রে কে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন ছবির লুক ফাঁস হল রনবীর কাপুরের। শনিবার নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘রামায়ণ’-এর সেট থেকে রাম-সীতার লুক প্রকাশ্যে এসেছে। ছবিতে...

Viral | হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে! ফুচকা বিক্রেতাকে দেখে অবাক নেটপাড়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুচকা বিক্রি করে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু আচমকাই হয়ে গেলেন ভাইরাল (Viral)। এখন তাঁর চারদিকে ক্যামেরাম্যান,...
ragi waffale recipe

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন ‘রাগি ওয়াফেল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না। রোজকার খাবার বড্ড একঘেয়ে হয়ে গেলে, নতুন কিছু বানিয়ে দেখতে পারেন।...

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয় লক্ষ টাকা তোলা চেয়ে ওই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি...

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

0
রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, যে কোনও ধরনের জলাশয় বন্ধে...

Most Popular