জাতীয়

রাজ্যসভায় বলতে বাধা ডেরেক’কে, গান্ধি মূর্তিতে জানালেন প্রতিবাদ

নয়াদিল্লি: আরও একবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান৷ সোমবার সংবিধানের ৭৫ বছর পূর্তি প্রসঙ্গে তাঁর বক্তব্য রাখার কথা ছিল৷ এই মর্মে তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ হয় ২১ মিনিট, যার মধ্যে দলীয় সাংসদ নাদিমুল হক নাতিদীর্ঘ তিন মিনিটের বক্তব্যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে সরব হন। ডেরেকের জন্য ১৮ মিনিট সময় বরাদ্দ করে রাজ্যসভার সচিবালয়৷ সেই মত সোমবার বিকেলে রাজ্যসভা কক্ষে ডেরেক বক্তব্য রাখা শুরু করার সময়েই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় তাঁকে জানান তাঁর জন্য ১০ মিনিট সময় বরাদ্দ করা হচ্ছে৷ সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদ করেন ডেরেক৷ কিছুটা বাদানুবাদের পরে চেয়ারম্যানের সম্মতিতে বক্তব্য রাখতে শুরু করেন তিনি৷

নিজের বক্তব্যের শুরু থেকেই ডেরেক মোদী সরকারকে আক্রমণ করতে শুরু করেন৷ পুরনো সংসদ ভবন ছেড়ে চিরকালের মত চলে যাওয়ার আগের মুহুর্তে গোটা দেশ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তার প্রেক্ষাপট তুলে ধরে ডেরেক সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী মোদীকে৷ দিন দুয়েক আগেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি এনকাউন্টার চলার সময়ে বীর সেনা জওয়ানদের মৃত্যুর দিনে একটিও প্রতিক্রিয়া জানাননি প্রধানমন্ত্রী৷ সেদিন সন্ধ্যায় তাকে দেখা গিয়েছিল দিল্লিতে দলের সদর দফতরে পুষ্প বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জি-২০ সম্মেলনের সাফল্যের জন্য সতীর্থ কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতাদের হাত থেকে গোলাপের তোড়া নিতে৷ এই ঘটনাকে প্রধানমন্ত্রী ও বিজেপির ছদ্ম জাতীয়তাবাদের নিদর্শন বলে অভিযোগ করেন ডেরেক ও’ব্রায়েন৷

ডেরেক তাঁর ভাষণে প্রথমেই বলেন, ‘আমাকে আমার সেই সংসদ ফিরিয়ে দিন যে সংসদের অবমাননা করা হবে না, যেখানে প্রধানমন্ত্রী এসে জবাব দেবেন সব প্রশ্নের, যেখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হবে, সব জরুরি প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে৷ যেখানে সব সাংসদকে ভোট দিতে দেওয়া হবে অবাধে, কৃষি বিলের মত কন্ঠরোধ করা হবে না৷’ এর পরেই রাজ্যসভার চেয়ারম্যান জানান, ডেরেকের সময়সীমা শেষ করা হচ্ছে৷ বলার সঙ্গে সঙ্গেই এদিনের মত সভার কাজ মুলতুবি করে দেন চেয়ারম্যান৷ গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সংসদের গান্ধি মূর্তির সামনে দাঁড়িয়ে বাকি বক্তব্য শেষ করে প্রতীকী প্রতিবাদ জানান ডেরেক৷

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

জয়ন্তী-রায়ডাক তটে আজও জীবন বিবর্ণ

শৌভিক রায় সলসলাবাড়ি পার করে উত্তরমুখী রাস্তা ধরতেই রঙের মেলা। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল সহ অজস্র…

15 mins ago

নতুন মার্চেন্ট অফ ভেনিসের প্রতীক্ষায়

অতনু বিশ্বাস ২০০৭ সালের ইতালি সফরের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি মিলান শহরে। মাঝে একদিন ট্রেনে করে…

34 mins ago

এসএফ রোডজুড়ে ফুটপাথ দখল ব্যবসায়ীদের, প্রশাসনকে পদক্ষেপের আর্জি

শিলিগুড়ি: কোথাও পার্কিংয়ের নাম করে দড়ি দিয়ে ঘেরা হয়েছে রাস্তার পাশের জায়গা। কোথাও আবার দোকানের…

41 mins ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে মেটেলি ব্লকে প্রথম, ভবিষ্যতে নার্স হতে চায় নুরনেহার

চালসা: উচ্চমাধ্যমিকে মেটেলি ব্লকে প্রথম স্থান দখল করল পূর্ব বাতাবাড়ির নুরনেহার পারভীন। সিএম উচ্চ বিদ্যালয়…

2 hours ago

Train Services | যাত্রীর চাপ সামলাতে নতুন ট্রেন, বুধবার করে চলবে হাওড়া-এনজেপি স্পেশাল

শিলিগুড়ি: বন্দে ভারতের পরিবর্তে নতুন ট্রেন (Train Services) পাচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন (NJP)। গ্রীষ্মকালীন পর্যটনে…

2 hours ago

Weather Report | রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল…

2 hours ago

This website uses cookies.