ময়নাগুড়ি: প্রায় চার মাস ধরে বন্ধ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের সরবরাহ। প্রশাসনের বিভিন্ন মহলে পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ন’টা থেকে ময়নাগুড়ি-দোমোহনি হয়ে জলপাইগুড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কয়েক ঘণ্টা অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রের খবর, বছরখানেক হল দোমোহনি গ্রাম পঞ্চায়েতের প্রণবপল্লি ও সরকারপাড়ায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অভিযোগ, এই কাজ চলার জন্য পুরোনো যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা ছিল তা আজ প্রায় চার মাস বন্ধ। যেকারণে কুয়োর জলই পান করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এর ফলে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এদিন দোমোহনি পুরোনো বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা। তাঁরা এসে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। তবে স্থানীয়রা জানান, যতক্ষণ না পানীয় জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে। যদিও পরে তাঁরা অবরোধ তুলে নেন।