Saturday, May 4, 2024
HomeBreaking Newsসেবকের কাছে রেললাইনে হাতি, এড়ায়নি চালকের নজর, জরুরীকালীন ব্রেকেই প্রাণরক্ষা বুনোর

সেবকের কাছে রেললাইনে হাতি, এড়ায়নি চালকের নজর, জরুরীকালীন ব্রেকেই প্রাণরক্ষা বুনোর

নাগরাকাটাঃ ফের জরুরীকালীন ব্রেক কষে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা হাতিকে সুরক্ষিতভাবে জঙ্গলে ঢোকার পথ প্রশস্ত করে দিল ট্রেন চালক। এবারের ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে সেবক ও গুলমা স্টেশনের মাঝে ২৬/১-০ নম্বর পিলারের কাছে। ওই রেলপথটি মহানন্দা অভয়ারণ্যর মাঝের। দলগাঁও স্টেশন থেকে শিলিগুড়ির দিকে যাওয়া ডলোমাইট বোঝাই একটি মালগাড়ির লোকো পাইলট রাহুল বিশ্বাস ও অ্যাসিট্যান্ট লোকো পাইলট মুকেশ কুমার হঠাৎই একটি বিরাট হাতিকে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেন থামিয়ে দেন। এই নিয়ে গত ১ মাসের ব্যবধানে আনুমানিক ২৫ বার এভাবে হাতি রক্ষা সম্ভব হয়েছে বলে রেল সূত্রের খবর। চলতি মাসে এখনও পর্যন্ত পাঁচ বার এমন ঘটনার খবর মিলেছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ২০ মিনিটের ব্যবধানে পরপর দুটি ঘটনা ঘটে চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে চাপরামারির জঙ্গল চেরা রেল পথে। সেদিন প্রথমে সকাল ৬ টা বেজে ২২ মিনিটে আপ লাইট ইঞ্জিন এক্সপ্রেস নামে একটি ট্রেন ৭০/৯ নম্বর পিলারের কাছে রেল লাইনের ওপর হাতি দেখে দাঁড়িয়ে যায়। এরপর ওই স্থানেরই ৭১/০ নম্বর পিলারের কাছে শিলিগুড়ি থেকে ধুবুড়িগামী যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে পড়ে লাইনের ওপর হাতি চলে আসার কারণে। লোকো পাইলটরা সঠিক সময়ে জরুরীকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। তার আগে ১০ ও ১১ সেপ্টেম্বর পরপর দু দিন মংপং এর জঙ্গল চেরা রেল লাইনে জরুরীকালীন ব্রেক কষে দাড় করিয়ে দেওয়া হয় একটি হাতিকে বাঁচানোর কারণে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিত গৌতম বলেন, ‘বুনোদের রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জঙ্গলের পথে নিয়ন্ত্রিত গতিবেগের পাশাপাশি প্রতিনিয়ত ট্রেন চালকদের এব্যাপারে সতেচন রাখার প্রক্রিয়া জারি আছে। ভবিষ্যতেও থাকবে।’ রেল সূত্রেই জানা গেছে গত এক মাসে কখনও চাপরামারি আবার কখনো মহানন্দা, মংপং, জলদাপাড়ার জঙ্গলের রেল পথে ট্রেন থামিয়ে হাতি রক্ষার একের পর এক ঘটনাগুলি ঘটেছে। রেলের এই সতর্কতাকে স্বাগত জানাচ্ছে সব মহলই।

উল্লেখ্য ৯ অগাস্ট গভীর রাতে চাপরামারির জঙ্গল পথে মালগাড়ির ধাক্কায় একটি গর্ভবতী হস্তিনীর মৃত্যু হয়। এরপর রেলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ করা হয়। সম্প্রতি রেল ও বন দপ্তরের রাজ্য স্তরের কো-অর্ডিনেশন কমিটির একটি বৈঠকও হয়। সেখানে এক গুচ্ছ প্রস্তাব উঠে আসে। ডুয়ার্সের জঙ্গলচেরা পুরো রেলপথেই হাতির আনাগোনা আগাম বোঝার জন্য সেন্সর নির্ভর ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন বন কর্তারা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

North Bengal Medical | মেডিকেলে ফাঁকিবাজি চলছেই, নির্দেশের পরও চালু হয়নি আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ন্যাশনাল মেডিকেল কমিশনের (National Medical Commission) নির্দেশের পর প্রায় ছ’মাস কেটে গিয়েছে। এখনও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে (North Bengal Medical) আধারভিত্তিক বায়োমেট্রিক...

Nagrakata | প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা

0
নাগরাকাটা: প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা সূর্য প্রকাশ বরাইক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার রাতে নাগরাকাটার (Nagrakata) কলাবাড়ি চা বাগানে...

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে জনতা। শৈলরানি দার্জিলিং (Darjeeling) তো ক’দিন ধরেই গিজগিজ করছে...

Kareena Kapoor | নতুন দায়িত্বে সইফ ঘরনি! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor)। বলিউডে (Bollywood) দুই দশক কাটিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই...

Most Popular