চালসা: হাতির হানায় ক্ষতিগ্রস্ত রান্নাঘর। রবিবার রাতে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের গরুমারার জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোরা পঞ্চায়েত পাড়া এলাকায়। গতকাল রাত প্রায় ১টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে ওই এলাকায় আসে। স্থানীয় কালতি ওরাওঁয়ের রান্নাঘর হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়। ঘরে মজুত খাদ্যদ্রব্য সাবাড় করে হাতি। পরে স্থানীয়দের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণের দাবি করেছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।