Monday, December 4, 2023
HomeBreaking News‘পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন...’, কলকাতায় ফিরেই নিরঞ্জন জ্যোতিকে তোপ অভিষেকের

‘পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন…’, কলকাতায় ফিরেই নিরঞ্জন জ্যোতিকে তোপ অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি অভিযান সেরে কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় অভিষেকের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি। এদিন সন্ধ্যায় কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতিকে কটাক্ষ করে বলেন, ‘পিছনের দরজা দিয়ে উনি চলে গেলেন। উনি যদি অপেক্ষাই করে থাকেন… আমরা তো অপেক্ষা করার সময় চারটে ফেসবুক লাইভ করেছি। উনি করেননি কেন? আমাদের প্রতিনিধিরা কতবার তাঁর অফিসের বাইরে গিয়ে ফলো আপ করেছেন, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। আমাদের সঙ্গে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাও ছিলেন। সেখানে পাঁচ মিনিট পর থেকেই আমাদের ধমকানো, চমকানো চলছিল।’

পাশাপাশি ৯ অক্টোবর ইডির তলব নিয়ে সাংসদ জানান, ইডি তলবের বিষয়টি আদালতে বিচারাধীন। আমি ইডিকে কি জবাব দেব সেটা সংবাদমাধ্যমে বলব না। একাধিক মামলায় আদালত ও বিচারব্যবস্থা আমাকে রক্ষাকবচ দিয়েছে। তাই নতুন মামলায় আমার নাম জোড়া হচ্ছে। আমি তো আগেও বলেছি, আমার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ থাকলে আদালতে জমা দিন। সেটা করতে পারছে না কেন! আমরা পরবর্তী পদক্ষেপ সবাই দেখতেই পারবেন।’ অভিষেক বলেন, ‘আমার পরিবারকে আগেও ডাকা হয়েছে। আমার স্ত্রী ও শ্যালিকাকে ডেকে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে বলে কিছু করতে পারছে না। তাই নতুন মামলায় নাম জড়িয়ে দিচ্ছে।’ শুভেন্দু প্রসঙ্গে অভিষেক সুর চড়িয়ে বলেন, ‘ইডি কে আমি যা লিখে পাঠাচ্ছি, সেটা শুভেন্দু অধিকারী টুইট করছেন। আমার আর তদন্তকারী সংস্থার মধ্যে কি চিঠি বিনিময় হয়েছে সেটা শুভেন্দু জানাচ্ছেন। আমি এই নিয়েও আগামী দিন সুপ্রিম কোর্টে যাব। ’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments