গঙ্গারামপুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। গুরুতর জখম মা। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন তপন ব্যানার্জি (৬৮) ও ছেলে তন্ময় ব্যানার্জি(৩২)। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ তাপসী ব্যানার্জি(৫৮)।
এদিন দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় উঠোনে মেলে দেওয়া কাপড় তুলতে যান তপন বাবু। কাপড় মেলার লোহার তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগের ফলে তপনবাবু বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী। পরে মা ও বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে তন্ময়ও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি নজরে আসতেই এক প্রতিবেশির চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান সেখানে। খবর পেয়ে গঙ্গারামপুর দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যান প্রাক্তন মন্ত্রী নারায়ন বিশ্বাস, গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান জয়ন্ত দাস। একই পরিবারে দু’জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।