হরিশ্চন্দ্রপুরঃ মঙ্গলবার বিকেলে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই (Fire) হয়ে গেল একই পরিবারের তিনটি ঘর। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের (Harischandrapur) মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গনদীয়া গ্রামে। জানা গিয়েছে, গাঙ্গনদীয়া গ্রামে একই বাড়িতে বসবাস মুস্তাক আলী, ইস্তাক আলী ও আফতাক আলীর। এঁদের বাড়ির সঙ্গেই রয়েছে একটি বিদ্যুতের খুঁটি (electric pole)। সেই খুঁটি থেকেই এদিন প্রচণ্ড হাওয়ার কারণে তারে তারে ঘর্ষণে আগুনের ফুলকি এসে পড়ে বাড়ির ছাদে থাকা শুকনো খড় ও সরিষার কুটোতে। সেখান থেকেই আগুন লেগে যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুন লাগা মাত্রই নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা। তুলসীহাটা থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল ও স্থানীয়দের আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।