উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন দিন হল ঘূর্ণিঝড় মিগজাউম চলে গিয়েছে। এখনও পর্যন্ত জলমগ্ন চেন্নাইয়ের বহু এলাকা। ত্রাণ পৌঁছোতে পারছে না অনেক জায়গাতেই। খাবার, পানীয় জল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্কট ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতেই আবার নতুন করে আরও বৃষ্টির আশঙ্কায় আতঙ্ক বাড়ছে চেন্নাইয়ে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচ দিন কেরলে এবং তিন তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল এবং লক্ষদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নীলগিরি অঞ্চল এবং কোয়ম্বাটুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে তিরুপুর, দিন্দিগুল, থেনি, বিরুধুনগর, শিবগঙ্গা, পুদুকোট্টাই, তাঞ্জাভুরেও। শুক্র এবং শনিবার তামিলনাড়ু এবং কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
চেন্নাইয়ের পিল্লিকারানাই, থোরাইপক্কম, পেরুমবক্কম এবং ভেলাচেরির বহু এলাকা এখনও জলের তলায়। বৃহস্পতিবার ৭০০ জনকে নিরাপদ স্থানে সরানো হলেও এখনও বহু বাসিন্দা জলবন্দি। তাঁদের দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।