Sunday, April 28, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারজয়ন্তীর বুকে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ পরিবেশকর্মীরা

জয়ন্তীর বুকে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ পরিবেশকর্মীরা

আলিপুরদুয়ার: এ কি নদী নাকি কয়েক কিমি ধরে বিছিয়ে থাকা ভাগাড়? জয়ন্তী নদীর খাত দেখলে এখন এই কথা মনে হতে বাধ্য। শিবরাত্রি উপলক্ষ্যে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল জয়ন্তীর মহাকালধামে। শনিবার শিবরাত্রির অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু জয়ন্তী নদীখাতে জঞ্জাল এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। জলের বোতল, কাগজের থালা প্লাস্টিকের গ্লাস, ক্যারিব্যাগ, উচ্ছিষ্ট খাবার, অব্যবহৃত সবজি থেকে শুরু করে মদের বোতল বা ‌আধপোড়া জঞ্জাল, কী নেই সেই নদীখাতে! নদীর মাঝে এসব যত্রতত্র ছড়িয়ে থাকায় ক্ষুব্ধ পরিবেশকর্মীরা।

যাতে সাফাইয়ের কাজ সুষ্ঠুভাবে হয়, সেজন্য বন দপ্তর এবছর কঠোর নিয়ম চালু করেছিল। ভাণ্ডারার আয়োজকদের কাছ থেকে সিকিউরিটি মানি হিসেবে ১০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা জমা করার পরেই বন দপ্তর অনুমতি দিয়েছিল। বলা হয়েছিল, যদি কোনও ভাণ্ডারার আয়োজক নদীর খাত অপরিষ্কার রেখে চলে যায়, তবে তাদের জমা রাখা সেই টাকা তারা আর ফেরত নাও পেতে পারে। এহেন কঠোর পদক্ষেপের উদ্দেশ্য ছিল, পরিবেশ জঞ্জালমুক্ত রাখা। কিন্তু কে শোনে কার কথা? বন দপ্তরের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গলের পথে গত কয়েকদিন দাপিয়ে বেড়িয়েছে মোটরবাইক। তেমনি পুণ্যার্থী থেকে শুরু করে সেখানে বেড়াতে আসা মানুষজন নদী ও জঙ্গলের কোর এলাকার পরিবেশের ক্ষতি করেছেন বুঝে বা না বুঝেই। ‌জয়ন্তীর রেঞ্জ অফিসার আনন্দ বিশ্বাস বলেন, ‘নদীখাতে কোথাও জঞ্জাল জমে রয়েছে কি না, সেটা শীঘ্রই খতিয়ে দেখে তা সাফ করা হবে।’

সোমবার জয়ন্তীর বড় মহাকাল ও ছোট মহাকালে যাওয়ার পথেই দেখা গিয়েছে, নদীখাত কার্যত ঢেকে গিয়েছে আবর্জনায়। নদীর জলেও জঞ্জাল ভাসছে। একটা জায়গায় কয়েকটি বস্তায় কয়েক হাজার খালি জলের বোতল ভরে রাখা হয়েছে। দেখে মনে হল, সেগুলো হয়তো সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু সে তো জঞ্জালের একাংশ মাত্র। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এমন আরও অনেক আবর্জনা। কোথাও আবার জঞ্জাল পোড়ানো হয়েছে। সেই ছাই উড়ে চলে গিয়েছে। কিন্তু আধপোড়া অংশ দূষণ বাড়াচ্ছে। ভাণ্ডারার আয়োজকরা তো তাঁবু খুলে নিয়েছে। তবে এখনও কয়েকটি কাঠামো পড়ে রয়েছে।

এমনই এক ভাণ্ডারার আয়োজক পুলক মিত্র দাবি করেছেন, ‘আমরা জঞ্জাল নিয়ে শুরু থেকেই সচেতন ছিলাম। জঞ্জাল সেখান থেকে নিয়েও এসেছি। কিন্তু পুণ্যার্থীদের অনেকে বোতল ও ক্যারিব্যাগে ফুল ও পুজোর সামগ্রী নিয়ে গিয়েছিলেন। সেসব জঞ্জাল নদীখাতে ফেলায় দূষণ হতে পারে।’

ওই নদীতেই বন্যপ্রাণীরা জলপান করতে আসে। কিন্তু গত কয়েকদিন যেভাবে পুণ্যার্থীরা নদীর দখল নিয়েছিলেন, তাতে বুনোরা সেখানে ভিড়তেই পারেনি। আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদার বলেন, ‘যেভাবে কয়েকদিন ধরে বন ও বন্যপ্রাণীর ক্ষতি ‌হয়েছে জয়ন্তীতে, আগামী কয়েক বছরের মধ্যে ডুয়ার্সবাসীকে এর ফল ভুগতে হবে।’ পরিবেশকর্মী জীবনকৃষ্ণ রায়ও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Titanic | নিলাম হল টাইটানিকের ধনকুবের যাত্রীর সোনার পকেটঘড়ির, দাম উঠল  ১০ কোটি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডুবে গেলেও আজও জীবিত আছে মানুষের স্মৃতির মণিকোঠায়। ১১০ বছরেরও বেশি জলের তলায় রয়েছে বিখ্যাত জাহাজ টাইটানিক। টাইটানিককে নিয়ে রয়েছে...

Siliguri | বিজেপি কর্মীদের ওপর হামলায় ঝরল রক্ত! অভিযুক্ত তৃণমূল

0
শিলিগুড়ি: ভোট মিটে গেলেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল শিলিগুড়িতে। এদিন মাটিগাড়ার কলাইবস্তিতে বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির শিলিগুড়ি...

Migrant Worker | রমরমিয়ে চলা মাছের ব্যবসাই হল কাল, কেরালায় খুন হলেন মানিকচকের পরিযায়ী...

0
মানিকচকঃ কেরালায় গিয়ে মাছের ব্যবসায় ব্যাপক পসার জমিয়েছিলেন মালদার মানিকচক নাজিরপুরের একটি ছোট্ট গ্রাম লস্করপুরের যুবক প্রকাশ। স্বল্প লাভে মাছ বিক্রি করায় অল্প দিনের...

Mekhliganj | খোলা সীমান্ত দিয়ে ভুল করে ভারতে প্রবেশ! যুবককে বিজিবির হাতে তুলে দিল...

0
মেখলিগঞ্জ: ভুল করে ভারতে ঢুকে পড়া এক যুবককে বাংলাদেশে ফেরাল বিএসএফ। রবিবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডরে ওই যুবককে বিজিবি-র আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।...

Rajganj | পুকুরে ভেসে উঠল ৩৫ কেজির মৃত মাছ, পুজোর উদ্যোগ বাসিন্দাদের

0
রাজগঞ্জ: অতিকায় মৃত মৃগেল মাছকে দেখতে রবিবার বিকেলে ভিড় জমে যায় রাজগঞ্জের মহারাজা পুকুরে। স্থানীয়রা জানিছেন মাছটির ওজন কমপক্ষে ৩৫ কেজি। এলাকায় পুকুরটি পবিত্র...

Most Popular