রায়গঞ্জ: এক বছরের নাতিকে বাঁচাতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল ঠাকুমার। রবিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ থানার বরুনা গ্রাম পঞ্চায়েতের মেহেন্দি পাড়া গ্রামে। মৃতার নাম ঝিমো পাহান (৫০)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির উঠোনে প্রৌঢ়ার নাতি সুমন পাহান খেলছিল। উঠোনের মধ্যে গর্ত থেকে আচমকাই একটি বিষধর সাপ বেরিয়ে তাকে ছোবল দিতে নেয়। তা লক্ষ্য করে ঝিমোদেবী নাতিকে সরাতে গেলেই তাঁর বাঁ পায়ে ছোবল মারে সাপ।
প্রথমে ওই প্রৌঢ়াকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক চলে। এরপর রোগীর অবস্থার অবনতি হলে, তাঁকে কালিয়াগঞ্জের কুনোর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রৌঢ়াকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।