উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাপুয়া নিউ গিনিতে পৌঁছে দ্বীপরাষ্ট্রের অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিমানবন্দরে নামতেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী জেমস মারাপে। এভাবে প্রোটোকল বহির্ভুত ভাবে পা ছুঁয়ে প্রণাম করার নজির আগে কখনও ঘটেছে কিনা মনে করতে পারছেন না সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা। সাধারণত দু’টি দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎপর্বে করমর্দন বা আলিঙ্গন করার ছবিই ধরা পড়ে। কিন্তু ভারতীয় সংস্কৃতিকে অনুসরণ করে প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করার নজির নেই বলেই জানা যাচ্ছে।
পাপুয়া নিউ গিনিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনে যোগ দিতে গিয়েছেন মোদী। রবিবার রাতে সে দেশে নামে মোদীর বিমান। বিমান থেকে নামতেই দুই প্রধানমন্ত্রী একে অপরকে আলিঙ্গন করেন। করমর্দনও করেন তাঁরা। এরপরই মোদির পা ছুঁয়ে প্রণাম করার জন্য ঝুঁকে পড়েন জেমস মারাপে। মোদি অবশ্য তাঁকে ধরে নিয়ে পিঠ চাপড়ে দেন। মারাপের এহেন ব্যবহারে স্বাভাবিকভাবেই আপ্লুত মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘পাপুয়া নিউ গিনিতে পৌঁছলাম। বিমানবন্দরে এসে আমায় স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী জেমস মারাপকে ধন্যবাদ। ভীষণই ভাল অভ্যর্থনা পেয়েছি, যা চিরকাল মনে রাখব। এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে রয়েছি।’