আসানসোল: বাড়ির পেছনে গাছ থেকে উদ্ধার এক যুবতীর ঝুলন্ত দেহ। আসানসোলের সালানপুর থানার জিৎপুর এলাকার ঘটনা। মৃত যুবতীর নাম সুস্মিতা মণ্ডল (২০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির পেছনে গাছে সুস্মিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবতী কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিল। যে কারণে সে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।