আসানসোলঃ এক শতায়ু বৃদ্ধের মৃত্যুর পর তাঁর দেহ সৎকারে (cremate) মঙ্গলবার মানবিকতার সাক্ষী থাকল আসানসোল (Asansole)। এই নজির গড়লেন আসানসোল পুরনিগমের ২৫ নং ওয়ার্ড ও ২৯ নং ওয়ার্ডের কংগ্রেস ও বিজেপির দুই কাউন্সিলার এস,এম মুস্তাফা ও গৌরব গুপ্ত। তাঁদের সঙ্গে অবশ্যই ছিলেন এলাকার সংখ্যালঘু ও অন্য সম্প্রদায়ের মানুষজনেরা।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মারা যান আসানসোল পুরনিগমের রেলপারের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১০৫ বছরের বৃদ্ধ উমাশঙ্কর গুপ্ত। মৃতের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই সচ্ছল নয়। বৃদ্ধের সৎকার করার মত অর্থ নেই তাঁর পরিবারের। এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত। ফলে বৃদ্ধের মৃত্যুর পর স্থানীয়রা খবর দেন এলাকার কংগ্রেস কাউন্সিলর এস, এম মুস্তাফাকে। তিনি সঙ্গে সঙ্গেই চলে আসেন ঘটনাস্থলে। স্থানীয়দের সঙ্গে নিয়েই বৃদ্ধের সৎকারের প্রক্রিয়া শুরু করেন কাউন্সিলর মুস্তাফা। তি সহযোগিতা চান পাশের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির গৌরব গুপ্তকে। গৌরব কিছু ছেলে নিয়ে আসেন বৃদ্ধের সৎকারে।
গৌরব বলেন, দেহ সৎকারের জন্য যা যা লাগার কথা তার প্রায় সবটাই কংগ্রেসের কাউন্সিলার ও এলাকার বাসিন্দারা করেছিলেন। এরপর একসঙ্গে বৃদ্ধের দেহ হিন্দু ও মুসলিম ভাইয়েরা কাঁধে নিয়ে যান আসানসোলের শ্মশানে। সেখানে সকলে উপস্থিত থেকে দেহ সৎকার করলেন।
এই প্রসঙ্গে এস এম মুস্তাফা বলেন, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়। দীর্ঘদিন একজন এলাকায় ছিলেন। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তাই আমরা দেহ সৎকারের কাজ করলাম। যেহেতু ঐ বৃদ্ধর পরিবার অত্যন্ত গরীব। পরবর্তী যে পারলৌকিক ক্রিয়া হবে, তা এই দুই কাউন্সিলার ও স্থানীয় মানুষেরা এক সঙ্গে করবেন বলে জানা গেছে।