সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Oscar 2024 Nominations | অস্কারের মনোনয়নে ঝড় তুলল ‘ওপেনহাইমার’, জায়গা পেল কোন ভারতীয় ছবি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্কারের চূড়ান্ত মনোনয়নে (Oscar 2024 Nominations) ঝড় তুলল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ (Oppenheimer)। ১৩টি মনোনয়ন পেয়েছে কিলিয়ান মারফি অভিনীত এই ছবি। এর পরই রয়েছে এমা স্টোন, মার্ক রাফালো অভিনীত ছবি ‘পুওর থিংস’। তবে মুখ্য তালিকায় জায়গা পেল না কোনও ভারতীয় ছবি।

গত বছর অস্কারের মঞ্চ কাঁপিয়েছিল দক্ষিণী ছবি ‘আর আর আর’ (RRR)। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছিল এই ছবির ‘নাটু নাটু’ গান। গত বছরের পর এই বছরও আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় দর্শকরা। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার (FFI) তরফে টবিনো থমাসের ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’ ছবিটি অস্কারে পাঠানো হয়েছিল। কিন্তু তা অনেক আগেই ছিটকে যায়। ভারতের আশা ছিল ‘টুয়েলভথ ফেল’ ছবি নিয়ে। বিধুবিনোদ চোপড়ার পরিচালনায় এই ছবিতে আইপিএস মনোজকুমার শর্মার ভূমিকায় অভিনয় করে গোটা দেশের মন জয় করেছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। কিন্তু অস্কারের পরীক্ষায় পাশ করতে পারল না এই ছবিও। শুধুমাত্র সেরা ডকুমেন্ট্রি ফিচারের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত নিশা পাহুজার ‘টু কিল আ টাইগার’ জায়গা পেয়েছে। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের তালিকায় রয়েছে বাংলাদেশের নাজরিন চৌধুরীর ‘রেড হোয়াইট অ্যান্ড ব্লু’। ছবিটি নাজরিনের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন সারা ম্যাকফারলেন।

এবার সেরা ছবির তালিকার লড়াইয়ে ‘ওপেনহাইমার’-এর সঙ্গে রয়েছে ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটোমি অফ আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভার্স’, ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’, ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’। সেরা অভিনেতার তালিকায় রয়েছেন কিলিয়ান মার্ফি, ব্রাডলি কুপার, জেফ্রি রাইটের মতো অভিনেতা। সেরা অভিনেত্রীর দৌঁড়ে রয়েছেন এমা স্টোন, সান্দ্রা হুলার, লিলি গ্লাডস্টোন, অ্যানেট বেনিং ও ক্যারি মুলিগান। ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার। সেদিনই জানা যাবে কার ঝুলিতে যাচ্ছে অস্কার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

AR Rahman | আচমকাই অসুস্থ অস্কারজয়ী সুরকার এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অস্কারজয়ী...

Ranya Rao | একাধিকবার চড়, জোর করে সাদা কাগজে সই! হেপাজতে অত্যাচারের অভিযোগ কন্নড় অভিনেত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনা পাচারের অভিযোগে (Gold smuggling)...

Ranya Rao | থাকতে হবে হেপাজতেই, সোনা পাচার মামলায় জামিন অধরা কন্নড় অভিনেত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনা পাচার মামলায় (Gold Smuggling...

Deb Mukerjee’s Demise | রংয়ের উৎসবে বিষাদের সুর, পিতৃবিয়োগ অয়নের, বন্ধুকে সামলাতে ছুটে গেলেন রণবীর-আলিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রংয়ের উৎসব পরিণত হল বিষাদে!...