কলকাতা: ২৪ মে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা। ২৪ মে বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। সাড়ে ১২টা থেকে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে জানা যাবে ফল। পাশাপাশি এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানতে পারবে পড়ুয়ারা। ৩১ মের মধ্যে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট। রাজ্যে ১৪ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ মার্চ।
সংসদ আগেই জানিয়েছিল, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অনেকটা কম। যার ফলে অন্যবারের তুলনায় এবার খাতা দেখতেও কম সময় লাগছে। এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তি হবে বলে উচ্চ শিক্ষা দপ্তর জানিয়েছে।
— Bratya Basu (@basu_bratya) May 15, 2023
এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৫২ হাজার। এবারেই প্রথমবার একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে পরীক্ষা দেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। নতুন এই ব্যবস্থায় উত্তরপত্র আগে থেকেই ছাপানো হয়। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ছিল এমসিকিউয়ের উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা। এবং পরবর্তী দু’টি পৃষ্ঠা নির্দিষ্ট করে দেওয়া হয় এসএকিউয়ের উত্তর লেখার জন্য।
পাশাপাশি আগামী ১৯ মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলও। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। মোট ২,৮৬৭ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।